Cyclone Remal Latest Update: গতকাল রাতে সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে মোংলা বন্দরের কাছে ল্যান্ডফলের পর থেকেই ভয়ংকর তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের ঝড়খালি, বকখালি, গোসাবা, হিঙ্গলগঞ্জ, ফ্রেজারগঞ্জ প্রভৃতি এলাকাগুলি। ঘূর্ণিঝড়ের দাপটে ঝড়বৃষ্টি হয়েছে গোটা সুন্দরবন জুড়ে। পাশাপাশি দক্ষিণ বঙ্গের সব জেলাতেই কাল রাত থেকে শুরু গিয়েছে ঝড় সহ তুমুল বৃষ্টিপাত। আজ সকালেও নতুন করে ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু গিয়েছে ঝড়খালিতে।
আর কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে?
ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার পর সুন্দরবনের পাশাপাশি তার ব্যাপক প্রভাব পড়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও। রবিবার দুপুর থেকে কলকাতা ও হাওড়ায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়েছিল যা রাতের দিকে আরও বাড়তে থাকে। সোমবার সকাল থেকে একনাগাড়ে চলছে বৃষ্টি। একই চিত্র ধরা পড়ছে হাওড়া, হুগলি সহ দুই ২৪ পরগনাতেও (Cyclone Remal Latest Update)।
কখন কমবে রেমালের তাণ্ডব?
যদিও এর মাঝেও কিছুটা আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত শক্তি ক্ষয় করে রেমাল সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত ৬ ঘণ্টায় ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর দিকে অগ্রসর হয়েছে রেমাল। সম্ভাব্য গতিপথ অনুসারে, উত্তর-উত্তরপূর্বদিকে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেল ৫টার পর কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের আবহাওয়ার উন্নতি হবে এবং আগামীকাল সকাল থেকে হাওড়া, হুগলি, নদিয়া সহ সার্বিক ভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি ঘটবে।
আরও পড়ুন: Weather Forecast: আজও রাজ্য জুড়ে চোখ রাঙাচ্ছে রেমাল, চিন্তায় আবহাওয়াবিদরা
তবে মঙ্গলবার উত্তরবঙ্গে অতি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।