লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Darshana-Sourav: বাবা হলেই ধূমপান ছেড়ে দেবো, সংবাদ মাধ্যমকে সুখবর শোনালেন অভিনেতা সৌরভ দাস

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Darshana-Sourav: টলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সৌরভ দাস। একাধিক সিনেমা, ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন সৌরভ। বেশ কয়েকবছর হল অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। কিছুদিন আগেই অভিনেতা সৌরভ দাসের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। সেখান এক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা যে তিনি ধূমপানের অভ্যাস ছাড়বেন কবে?

অভিনেতা সটান উত্তর দেন যে ৪০ বছর বয়স পার করলে বা যে দিন তিনি বাবা হবেন সে দিন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেন সৌরভ এবং দর্শনা। বর্তমানে চুটিয়ে সংসার করছেন দুজনে। মাঝে মধ্যেই তাদের একসাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিও পোস্ট করেন দুজনে। এবারে সৌরভ দর্শনার ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরছে তবে কি খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন তারকা দম্পতি?

১৫ আগস্ট ছিল দর্শনার জন্মদিন। এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হল দর্শনার সঙ্গে। জন্মদিনের রেশ এখনও কাটেনি তাঁর। ১৪ আগস্ট দর্শনা কলকাতাতে ফিরেছেন। তার আগে অবধি হায়দরাবাদে শুটিং করছিলেন। ফিরে এসেই নিজের জন্মদিনটা বিশেষভাবে পালন করেছেন কাছের মানুষদের সাথে।

দর্শনা বলেন,”বুধবার অনেক রাতে আমি হায়দরাবাদ থেকে ফিরেছি। খুব বেশি কিছু করিনি। তবে সৌরভ আমায় সারপ্রাইজ দিতে এয়ারপোর্টে গিয়েছিল। বাড়িতেই রাতে কেক কেটেছিলাম। প্রচুর বেলুন দিয়ে সাজিয়েছিল ও। আর আমার পছন্দের পোলাও এবং পাঁঠার মাংস হয়েছিল। সৌরভ নিজের হাতে পায়েস রান্না করেছিল আমার জন্য। অনেকেই জানেন, আমার শাশুড়ি মা হাসপাতালে ভর্তি। বিকালে সেখানেও গিয়েছিলাম।

WhatsApp Group Join Now

হাসপাতালে গিয়েও কেক কেটেছি আন্টির সঙ্গে।” শীঘ্রই কি কোনও সুখবর শোনাতে চলেছেন তাঁরা? দর্শনা বলেন,”এখন তো একদমই নয়। আমাদের দু’জনেরই হাতে অনেক কাজ। তাই এ সব নিয়ে তো ভাবছিই না। আর সন্তানের দায়িত্ব নেওয়ার মতো পরিণত হইনি আমরা। তাই এখনই এ সব নিয়ে কিছু ভাবছি না।”

আরও পড়ুন: Saayoni Ghosh: দক্ষিণ কলকাতার একটি পূজোয় মাতৃমূর্তির মুখ সায়নী! কোন মণ্ডপে দেখা মিলবে এই মূর্তির?

 

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।