Dearness Allowance: রাজ্যজুড়ে চলছে আর্থিক সংকট। ফলে দু’মাস বেতন পাবেন না হিমাচল প্রদেশের মন্ত্রীসহ উচ্চপদস্থ সরকারি আমলারা। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, রাজ্যের সমস্ত মন্ত্রী, মুখ্য সংসদীয় সচিব (CPS) এবং ক্যাবিনেট পদমর্যাদার সদস্যরা দুই মাস বেতন পাবেন না।
না তবে বাংলা নয়, এই ঘোষণা করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু। এর আগে তিনি ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী সাফ সাফ জানিয়েছিলেন যে রাজ্যের আর্থিক পরিস্থিতি যদি ভালো হয় তাহলে ডিএ এবং বাকি বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। DA, TA কিংবা বেতন কিছুই না নেওয়ার ঘোষণা করলেন তিনি। ডিএ বা মহার্ঘ্য ভাতা নিয়ে বিতর্ক যেন কাটতেই চাইছে না। যে কারণে নতুন করে বিক্ষোভের শামিল হলেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীরা। সকলের একটাই দাবি, আরও ডিএ-র মাত্রা বাড়াতে হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, “মন্ত্রীসভায় আলোচনার পর, মন্ত্রীসভার সব সদস্য সিদ্ধান্ত নিয়েছেন, যতদিন না রাজ্যের আর্থিক উন্নতি হচ্ছে, ততদিন আমরা কোনও বেতন নেব না। আগামী দু’মাস বেতনের পাশাপাশি টিএ ও ডিএ নেব না।” একইসঙ্গে রাজ্যের সমস্ত বিধায়কদের বেতন না নিতেও পরামর্শ দিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী। সঙ্গে বলেন, “অর্থের পরিমাণ খুব ছোট, কিন্তু এটি একটি প্রতীক। আমি সমস্ত বিধায়কদেরও এই বিষয়ে অবদান রাখার অনুরোধ করছি।”
কারণ বসত ২৭জুন থেকে মেঘ ভাঙা বৃষ্টির ফলে হিমাচল প্রদেশে ১২০ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয় ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৪২ কোটি টাকা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, লাগাতার বৃষ্টির জেরে সেতু, রাস্তা সহ একাধিক বাড়ি নষ্ট হয়ে গিয়েছে। আর সেইগুলি তৈরি করতে রাজ্য সরকারের লাগবে কোটি কোটি টাকা। এই পরিস্থিতে এদিন বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বিপর্যয় পরবর্তী সহায়তা অনুযায়ী ৯,০০০ কোটি টাকা এখনও কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়নি। তাই রাজ্য সরকারের তরফ থেকেই করা হচ্ছে দুর্যোগ পরবর্তী মোকাবিলা। স্বাভাবিকভাবেই তাতে টান পড়েছে ভাঁড়ালে।
আরও পড়ুন: Vishwakarma Puja 2024: ১৭ না ১৮, এবছর কবে পড়েছে বিশ্বকর্মা পুজো? জেনেনিন বিশ্বকর্মা পুজোর তাৎপর্য