Deepika Padukone: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই রণবীর দীপিকার জীবনে আসবে নতুন সদস্য। আগামী সেপ্টেম্বরেই যে বাবা মা হতে চলেছেন বলিউডের এই পাওয়ার কাপল সেটা সকলেই জানেন। একাধিকবার দীপিকার (Deepika Padukone) বেবি বাম্প এর ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সম্প্রতি আবারও ভাইরাল হলো দীপিকার লুক।
মঙ্গলবার রাতে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন ও রণবীর সিংয়ের পরিবারের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। মুম্বইয়ের একটি রেস্তোরাঁর ওইদিন গেছিলেন তারা। সেখানেই দীপিকা পাড়ুকোনের ছবি তুলেছেন পাপারাৎজিরা। সঙ্গে ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন। এছাড়াও দেখা যায় তাঁর স্বামী রণবীর সিংয়ের বাবা, মা ও বোনকে।
ঐদিন দীপিকার পরনে ছিল কালো রঙের মিডি পোশাক সঙ্গে একই রঙের ব্লেজার। বেবি বাম্পের জন্য যা ছিল বেশ আরামদায়ক। ব্লেজারটি ল্যাপেল কলার, ফুল হাতা। অন্যদিকে সাদা স্নিকার্স, একটি ঘড়ি, আংটি, সোনার হুপস এবং একটি কালো কাঁধের ব্যাগ নিয়েছিলেন। চুল খোলাই রেখেছিলেন।
মেকআপের জন্য স্মোকি আইশ্যাডো, রুজ, , গাঢ় ভ্রু, বাদামী লিপস্টিক পড়েছিলেন দীপিকা। দীপিকাকে শেষবার দেখা গিয়েছিল নাগ অশ্বিনের কল্কি ছবিতে। যেখানে অভিনয় করেছিলেন প্রভাস, কমল হাসান, অমিতাভ বচ্চন, দিশা পাটানি এবং অন্যান্যরা। গর্ভবতী অবস্থায় তাকে ছবির প্রমোশন করতে দেখা গিয়েছিল। গত ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান রণবীর দীপিকা।
দীপিকার প্রেগন্যান্সির খবর সামনে আসার পর অভিনেত্রীকে নিয়ে খুব ট্রোল করেছিলেন নেটিজেনদের একাংশ। বিশেষ করে বেবি বাম্প না দেখা যাওয়ায় ও ওজন না বাড়ার কারণে তাকে নিয়ে সমালোচনা হয়। এমনকী, কেউ কেউ তো বলতে থাকেন, সারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন তাঁরা। এখানেই শেষ নয়, কেউ কেউ তো দীপিকার বেবিবাম্পকেও ফেক বলেও দাবি করেছিলেন। যদিও সেই সব ট্রোল, সমালোচনার জবাব দেন দীপিকা।