Deepika Padukone: তিনি এবং রণবীর দুজনেই বাচ্চা ভালবাসেন। সে কথা বারবার জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে। সন্তানের প্রসঙ্গ যখন ওঠে সেই সময় অভিনেত্রী (Deepika Padukone) জানান বেশি দেরি করবেন না খুব তাড়াতাড়ি তৃতীয় একজনকে আনবেন পৃথিবীতে। তিনি এসে গিয়েছেন গণেশ পূজার পরেই। মুম্বাইতে গণপতি বাপ্পার কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন হবু মা-বাবা। তার পরদিন আসে সুখবর।
মেয়ের মা, দীপিকা:
রবিবার পাঠান অভিনেত্রীর কোল আলো করে আসে মেয়ে। ভক্তদের সঙ্গে সেই সুখবর ভাগ করে নিয়েছেন মেয়ের বাবা এবং মা। সন্তান নাকি সিনেমা কোনটা আগে? এই প্রশ্নের সম্মুখীন হয়ে অভিনেত্রী কোনো রকম দ্বিধা না রেখেই জানিয়ে দিয়েছিলেন অবশ্যই সন্তান। সন্তান মানুষ করার জন্য তবে কি নিজের ক্যারিয়ার বিসর্জন দেবেন অভিনেত্রী। সন্তান মানুষ করা বিশাল দায়িত্বের ব্যাপার সে কথা আগেই জানিয়েছেন বলিউডের এই হায়েস্ট পেইড অভিনেত্রী। সন্তান জন্মের পরেই সেই প্রশ্ন আসছে সামনে। যদিও এখনো পর্যন্ত মেয়ের মুখ দেখাননি, এই তারকা দম্পতি। ২০১৮ সালে ইটালিতে রাজকীয় বিয়ের আসরে দুজনের চার হাত এক হয়েছিল।
প্রেমের সূচনা:
রামলীলার সেট থেকে শুরু হয়েছিল প্রেম তারপরে সেই প্রেমের রসায়ন আরো গভীর হয়। দুজনের অতীত ভুলে একে অপরের সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তবে প্রথমেই করেননি পরিবার পরিকল্পনা । অনেক ভেবেচিন্তে জীবনের দ্বিতীয় ধাপে এগোবেন বলে জানিয়ে দেন নায়িকা এবং তার স্বামী। এদিকে রবিবার দীপিকা ও রণবীরের ঘরে এই সুখবর আসতেই আলোড়ন ছড়িয়ে পড়ে মুম্বাই জুড়ে। একে মুম্বাইতে চলছে উৎসবের মরশুম তার উপর আবার জোড়া উৎসব। ক্যাটরিনা কাইফ থেকে আলিয়া ভাট সকলেই জানিয়েছেন অভিনন্দন।
নামকরণ:
মেয়ের নামকরণ আগেই করে ফেলেছিলেন তারা। ছেলে হোক বা মেয়ে নামকরণ হবে ওই একটি! তবে অভিনেত্রী আগেই জানিয়েছিলেন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন কয়েক মাস তারপরে আবার পুরোদমে ফিরবেন কাজে। পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন অভিনেতা রণবীর সিং। তিনিও বিরতি নিয়ে আবার কাজে ফিরবেন বলেও জানিয়ে দেন।