Deepika Padukone: গণেশ চতুর্থীর পর দিনেই লক্ষ্মী এলেন ঘরে। নতুন বাবা-মা স্বাগত জানালেন তাদের নতুন অতিথিকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেp এই সুখবর দিয়েছেন দীপভীর। দেশজুড়ে যখন চলছে নারী সুরক্ষার জন্য এক উত্তাল আন্দোলন। সাধারণ মানুষ নেমেছেন রাস্তায় মেয়েদের সুরক্ষার দাবিতে। দিকে দিকে যখন লাঞ্ছিত হচ্ছেন মেয়েরা। ঠিক সেই আবহে লক্ষ্মীকে ঘরে আনলেন দীপিকা রণবীর।
সমাজ মাধ্যমে দীপিকা (Deepika Padukone) এবং রানবিরের পোস্ট করা এই পোস্টার দেখে আবেগে আপ্লুত হয়েছেন সতীর্থরা। আলিয়া ভাট থেকে ক্যাটরিনা কাইফ সকলে জানিয়েছেন অভিনন্দন। প্রসঙ্গত কল্কি সিনেমার প্রমোশনে দীপিকাকে দেখা গিয়েছিল গর্ভবতী রূপে। অ্যাডভান্স প্রেগনেন্সি পর্যায়ে ছিলেন বলে জানান তিনি। অনুরাগীদের একেবারে প্রথম থেকেই এই জুটি জানিয়েছিলেন তারা মা-বাবা হতে চলেছেন।
মা হলেন দীপিকা:
এমনকি মা হওয়ার জন্য কাজ থেকে ছুটিও নিয়েছেন অভিনেত্রী। কল্কি সিনেমার পর আর কোনো ছবিতে সাইন করেননি তিনি। অন্যদিকে পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন রণবীর। তিনিও তার বিদেশ সফর বাতিল করে দেন। দীপিকার পাশে থাকার জন্য নিজের সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। আবার মাতৃত্বকালীন ফটোশুট করেছিলেন এই জুটি।
View this post on Instagram
২০১৭ সালে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন দীপিকা এবং রানবির। তারা জানান ২০১২ সাল থেকে আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছি। ২০১৮ সালে বিয়ে করেন তারা। ইটালিতে বসেছিল বিয়ের আসর। মহা ধুমধাম করে এই বিয়েতে ক্যামেরা ছিল নট এলাও। তবে নিজেদের জীবনের সুখবরটা সকলকে দিতে ভোলেননি তারা।
সন্তানের জন্য সময়:
মা হতে চাই সিনেমার থেকেও সন্তানকে বেশি সময় দিতে চাই এমনটাই বলেছিলেন নায়িকা। গণপতি দর্শনে তাদের দেখা গিয়েছিল মুম্বাইতে। গতকাল মুম্বাইয়ের লালবাগচা রাজার কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন দীপিকা এবং রণবীর। তারপরেই তারা ছুটে যান হাসপাতালে। তখনই মনে হয়েছিল সুখবর আসছে। আর সেই সুখবর রবিবার দুপুর নাগাদ ভাগ করে নিলেন পর্দার আলাউদ্দিন খিলজী এবং পদ্মাবতী। কি নাম রাখা হবে ছোট্ট লক্ষীর? অভিনেত্রী আগেই আভাস দিয়েছিলেন কোন দেবীর নামেই রাখা হবে মেয়ের নাম। তবে নাম এখনো পর্যন্ত নির্ধারণ করেনি ভবনানি দম্পতি।