Dev’s Asset: টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রি এবং ভক্তদের কাছে প্রথম থেকেই সুপারস্টার হিসেবে জায়গা করে নিয়েছে টলিউড তারকা দেব (Dev)। অভিনয়, প্রযোজনা পেরিয়ে রাজনীতিতে আসার পরেও মা লক্ষী তাকে দুহাত ভরে দিতে কার্পণ্য করেননি। টলিউড সুপারস্টার এবং তৃণমূলের তারকা প্রার্থী দেব লক্ষ্মীবারেই অর্থাৎ বৃহস্পতিবারে জমা দেন তার মনোনয়ন পত্র এবং জমা দেন তার সম্পত্তির খতিয়ানও।
দেব গত বছর অর্থাৎ ২০২২-২৩ সালে মোট আয় করেছেন ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা। ২০২১-২২ সালের হিসেব অনুযায়ী যা প্রায় দ্বিগুণ। মনোনয়ন জমার সময় তাঁর হাতে ছিল ২৬ হাজার ৭৫৮ টাকার ঘড়ি। একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তার। যদিও তিনি বিনিয়োগও করেছেন বিভিন্ন ক্ষেত্রে। সব মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ ১৫ কোটি ৪৮ লক্ষ ১৯ হাজার ৯৪৩ টাকা। পারিবারিক ভাবে থাকলেও দেব নিজে একটিমাত্র গাড়ির মালিক। তার নামে থাকা গাড়ির বর্তমান বাজারমূল্য ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা।
আরও পড়ুন: Shahi Paneer Recipe: একবার এভাবে বানিয়ে দেখুন শাহী পনির, আঙ্গুল চেটে খাবে সবাই! রইল রেসিপি
এই তারকা প্রার্থীর ঋণের বোঝাও কিন্তু কম নয়। প্রায় ২ কোটি ৮৬ লক্ষ ৩ হাজার ৯০৭ টাকা ঋণ রয়েছে তাঁর। সম্পত্তির খতিয়ানের নিরিখে বলা যেতেই পারে শুধু পশ্চিম মেদিনীপুরের নয় পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী প্রার্থী দেব, এছাড়াও সাধারণ জনগণের জন্য বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজ করতে দেখা গেছে তাকে, কুড়িয়েছেন সাধারণ মানুষের ভালোবাসাও,এতো কিছুর পরেও তিনি হেরে যাবেন নাকি প্রতিপক্ষদের হারিয়ে এবারেও দেব ‘চ্যালেঞ্জ’ জিতে নিয়ে জয়ের হাসি হাসতে হাসতে ফিরবেন নিজের শহরে, নিজের ভক্তদের কাছে।এখন শুধু সেটাই দেখার বাকি।