Hero Xtreme 125R: বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে এমন কোনো জিনিস নেই যার দাম বৃদ্ধি পাই নি।বাইক থেকে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য প্রতিটি জিনিসপত্রের দাম বর্তমানে আগুন।তাই ইচ্ছে থাকলেও ,শখ থাকলেও তা পূরণ করার সামর্থ্য বর্তমানে অনেকের নেই
।বর্তমান সময়ে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের কাছে সব চাইতে প্রিয় দুটি জিনিস হল স্মার্ট ফোন এবং টু হুইলার।অনেকের অনেক মডেল কেনার স্বপ্ন থাকে।কিন্তু দাম শুনে সেই স্বপ্ন আর পূরণ করা হয় না অনেকের।তবুও মানুষ তার স্বপ্ন পূরণ করতে পিছিয়ে যায় না।
বর্তমানে Hero Motocorp প্রতি মাসে 10 হাজার ইউনিট প্রডিউস করে Hero Xtream 125R। মডেলটির মাইলেজ যেমন দুর্দান্ত,ফিচারস খুব ভালো।আর যারা বেশ স্পোর্টি লুক পছন্দ করেন,তাদের জন্য তো একদম আদর্শ মডেল হয়ে উঠতে চলেছে এটি।বাঙালির সব থেকে বড় উৎসব আসতে চলেছে।এবার উৎসবের মরশুমে আরো বেশি পরিমাণে ইউনিট উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে।তাই কোম্পানির সিদ্ধান্ত 10 হাজার থেকে ইউনিটের পরিমাণ বাড়িয়ে 15 হাজার করা।
Hero Xtream 125R ইঞ্জিন :
Hero বাজারে হাজির করেছে Xtreme 125 R মডেল।মডেলটিতে ব্যবহার করা হয়েছে 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।যে ইঞ্জিন 11.1 Ps শক্তি এবং10.5 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।
Hero Xtream 125R মাইলেজ :
হিরোর এই মডেলটির মাইলেজ কিন্তু দুর্ধর্ষ।প্রতি লিটারে 65 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে প্রস্তুত এটি।মানুষের বর্তমানে ধারণা বেশি মাইলেজ মানে বেশি জ্বালানির ব্যয়।তাই কম মাইলেজ সম্পন্ন গাড়ি বর্তমানে মানুষ চাইছেন।
Hero Xtream 125R ফিচারস :
Hero Xtreme 125 R মডেলটিতে বেশ কিছু অত্যাধুনিক ফিচারস রয়েছে।
- ১.এই বাইকে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার।
- ২.ফিউল গেজ, সেল্ফ স্টার্ট, ফিউল ইনজেকশন, অ্যানালগ ইন্সট্রুমেন্ট কনসোল, এলসিডি ডিসপ্লে, ক্লক ইত্যাদি রয়েছে।
- ৩.এছাড়া বাইকে টার্ন সিগন্যাল ল্যাম্পের সুবিধা রয়েছে।
- ৪.রাতে যাতে রাইডার নিশ্চিন্তে রাইডিং উপভোগ করতে পারেন তার জন্য এলইডি হেডলাইট আর এলইডি টেইল লাইটের সুবিধা পেয়ে যাবেন।
Hero Xtream 125R দাম :
Hero Xtreme 125R বাইকের ভারতীয় বাজারের এক্স শোরুমে দাম 1 লাখ 15 হাজার ।তবে কেনার পূর্বে নিকটবর্তী শোরুমে গিয়ে বিস্তারিত জেনে নেওয়া জরুরী।