Government Scheme: পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যেমন রাজ্যের মানুষের জন্য একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছেন। যার মাধ্যমে আর্থিক সুবিধা পাচ্ছেন বাংলার মানুষ। ঠিক তেমনি, কেন্দ্রের তরফে রয়েছেও কিছু উন্নয়নমুখী প্রকল্প। যার সুবিধা ভোগ করতে পারেন দেশের আপামর জনসাধারণ। রাজ্যের লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা ইত্যাদির আওতায় থাকা সাধারণ মানুষকে আর্থিক সাহায্য করা হয় প্রতি মাসে।
প্রতি মাসে পেনশন:
তবে অনেকেই কেন্দ্রের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানেন না। কেন্দ্র সরকার বহু নাগরিককে স্বাচ্ছন্দ প্রদান করার জন্য শুরু করেছেন এসব প্রকল্প। এই প্রকল্পের নাম কিশান মনধণ যোজনা (Government Scheme)। নাম শুনেই বুঝতে পারছেন এই প্রকল্প কৃষকদের জন্য। এর মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২০১৯ সালে চালু হয়েছিল এই প্রকল্প।
তখন কেন্দ্রে ক্ষমতায় ছিলেন মোদি সরকার। কৃষকরা সমাজের মেরুদন্ড তাদের কথা ভেবে এই প্রকল্প চালু করা হয়। আবেদনকারী ব্যক্তির ৬০ বছর হয়ে গেলে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন! প্রত্যেক মাসে পেনশন হিসেবে তারা টাকা পেয়ে থাকেন! তবে ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য দরবার করবেন। তবেই মিলবে পেনশন!
কোন বয়সে আবেদন:
যে কৃষকের বয়স ২৯ বছর তাকে প্রতি মাসে ১০০ টাকা করে বিনিয়োগ করতে হবে! আবার ৬০ বছর বয়সের পর তাদের দেওয়া হবে সেই টাকার উপরে পেনশন! অর্থাৎ বিনিয়োগ না করলে এই টাকা পাওয়া যাবে না! রয়েছে আরও একাধিক সুবিধা, ঠিক যেমন এই প্রকল্পে আবেদনকারীর যদি কোনো কারণে মৃত্যু হয় তবে তার স্ত্রী পেনশন পেতে পারেন! তবে তার মৃত্যুর পর স্ত্রীকে ৫০% পেনশন দেওয়া হবে! এর জন্য নির্দিষ্ট ভিত্তিতে আবেদন করা বাঞ্ছনীয়! কেন্দ্রীয় সরকারের এই যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।