Devoleena Bhattacharjee: বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা। তবে এইবার সব জল্পনার অবসান ঘটিয়ে দর্শকদের বড় সুখবর দিয়েছেন টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)। গোপী বউ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন দেবলীনা। আর এইবার ভক্তদের সঙ্গে এক চমকপ্রদ খবর ভাগ করে নিয়েছেন তিনি।
শীঘ্রই মা হতে চলেছেন দেবলীনা। কোল আলো করে আসতে চলেছে নতুন অতিথি। বেশ কিছুদিন ধরেই দেবলীনার গর্ভাবস্থা নিয়ে নানান দিকে নানান আলোচনা চলছিল। এইবার নিজেই এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি।
১৫ই অগস্ট দেবলীনা ভট্টাচার্য তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে একটি অনন্য উপায়ে তাঁর গর্ভাবস্থার ঘোষণা করেছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেবলীনা তাঁর স্বামী শেহনওয়াজ শেখের সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি ছবিতে, দেবলীনাকে তাঁর স্বামী এবং কুকুরের সঙ্গে সোফায় বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর হাতে একটি ছোট টি-শার্ট ধরে রয়েছেন। যার উপরে লেখা, ‘এখন আপনাদের প্রশ্ন করা বন্ধ হতে পারে।’ এরপরই পোস্টটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
দেবলীনার এই পোস্টের পরই ‘গোপী বউ’কে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। সকলে শুভকামনাও জানিয়েছে তাঁদের।দেবলীনার এই খবরে ভীষণভাবে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। বেশ কিছুদিন ধরে দেবলীনার গর্ভবতী হওয়ার খবর শোনা গেলেও সেই খবরে কোনো সিলমোহর দেননি অভিনেত্রী। তবে হঠাৎই জল্পনার অবসান ঘটিয়ে সবাইকে চমকে দিয়ে সুখবর দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ‘সাথ নিভানা সাথিয়া’ খ্যাত দেবলীনা ভট্টাচার্য বিয়ের ২ বছর পর মা হতে চলেছেন। ২০২২ সালের ডিসেম্বরে জিম প্রশিক্ষক শেহনওয়াজ শেখকে বিয়ে করেন অভিনেত্রী। অন্য ধর্মের ছেলেকে বিয়ে করায় বেশ কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল দেবলীনাকে। যদিও সেইসব কিছুকে উপেক্ষা করে স্বামী শেহনওয়াজের সঙ্গে সুখে সংসার করেছেন তিনি। এইবার মা হতে চলেছেন দেবলীনা।
আরও পড়ুন: Today’s Horoscope: সূর্যদেবের কৃপায় ভাগ্যের চাকা খুলবে কোন কোন রাশির! চোখ রাখুন আজকের রাশিফলে