Deepika-Ranveer: সেপ্টেম্বর মাসে নতুন অতিথি আসার কথা তাঁদের সংসারে। জীবনে আসতে চলেছে এক ফুটফুটে সন্তান এই কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দীপিকা (Deepika Padukone) ও রণবীর (Ranbir Singh)। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন দীপিকা। পাশে দাঁড়িয়ে রনবীর এবং তাঁর কোলে এক পুত্র সন্তান। তবে কি নির্ধারিত সময়ের আগেই সন্তানের জন্ম দিলেন দীপিকা? পুত্র সন্তানের বাবা হলেন রণবীর? আসল সত্যটা কী?
প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই মাতৃত্ব উপভোগ করছেন দীপিকা।মাঝেমধ্যে নিজের শরীরের যত্ন নেওয়ার নানান ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে নেন তিনি। সম্প্রতি নিজের ত্বকের যত্ন নেওয়ার একগুচ্ছ ছবি ও লেখা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। কীভাবে তিনি সর্বদা নিজের ত্বকের যত্ন নেন বা কী কী ব্যবহার করেন সবটাই সেই পোস্টে বর্ণনা করেন তিনি। বোঝাই যায়, মা হওয়ার আগে নিজেকে যেন একটু বেশিই যত্নে ও ভালোবাসায় রাখছেন দীপিকা। তবে সদ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি কি আদৌ সত্যি?
আসলে গোলাপি পোশাকে, হাসপাতালে দীপিকা ও রণবীরের যে ছবিটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তা সম্পূর্ণ মিথ্যে। ছবিটির কোনও ভিত্তি নেই। তাদের ছবি দিয়ে এডিট করা একটি ছবি পোস্ট করার পরই সেটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। ছবিটি দীপিকা বা রণবীর কেউ নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করেননি। পুত্রসন্তানের জন্ম দেননি দীপিকা। তাঁরা এখনও তাঁদের সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, দীপিকা অন্তঃসত্ত্বা থাকাকালীনই প্রকাশ্যে এসেছিল অভিনেত্রীর শ্যুটিংয়ের ছবি। সেই সময়ে অনেকেই মনে করেছিলেন সারোগেসি পদ্ধতিতে সন্তান আসছে দীপিকার কোলে। যদিও সেই সময়ে এই সকল কোনো বিষয় নিয়েই মন্তব্য করেননি রণবীর ও দীপিকা। তবে নির্বাচনের দিন বেবি বাম্প প্রথম প্রকাশ্যে আসে দীপিকার। ঢিলে সাদা শার্টে নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়েছিলেন দীপিকা। তখনই প্রকাশ্যে আসে অভিনেত্রীর বেবি বাম্প। এরপর থেকেই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটে।