Ditipriya Roy: বর্তমান সময়ে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। শিশু শিল্পী হিসেবে টলিউডে তার আত্মপ্রকাশ হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে। আজ সেই ছোট্ট দিতিপ্রিয়া টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। জি বাংলার রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দিতিপ্রিয়া।
বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল তার নাম, খ্যাতি। রানী রাসমণি ধারাবাহিক শেষ হওয়ার পর মূলত সিনেমা এবং ওয়েব সিরিজেই দেখা গিয়েছে দিতিপ্রিয়া কে। তবে এবারে ধারাবাহিক প্রেমীদের জন্য রইল দারুন সুখবর। আবারো ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন দিতিপ্রিয়া। জানেন কোন ধারাবাহিকের দেখা যাবে তাকে?
ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। বেশ অনেক বছর ধরেই টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিক চলে আসছে। এবার এই ধারাবাহিকেই কামব্যাক করতে চলেছেন দিতিপ্রিয়া। ধারাবাহিকে সূর্য এবং দীপার দুই মেয়ে সোনা এবং রুপা।
এবার থেকে রুপার বড়বেলার চরিত্রে দেখা মিলবে দিতিপ্রিয়ার। এই প্রসঙ্গে দিতিপ্রিয়া জানিয়েছে আগামী ২৮শে আগস্ট এমএ পরীক্ষায় তার ফাইনাল এক্সাম। সেটা শেষ হলেই বাকি চুক্তির কথা এগোবে। বর্তমানে অভিনেত্রী সোশিওলজি নিয়ে মাস্টার্স করছেন।
শিশুশিল্পী হিসেবে একাধিক ধারাবাহিকে দিতিপ্রিয়াকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে তার ভাগ্যের চাকা একেবারে ঘুরে গিয়েছে। তারপর থেকে একের পর এক সিনেমা সিরিজে অভিনয় করার সুযোগ পেয়েছেন দিতিপ্রিয়া। রানী রাসমণি ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ কয়েক বছর বাদে আবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় কামব্যাক করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। তাই ধারাবাহিক প্রেমীরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দিতিপ্রিয়াকে ছোট পর্দায় দেখার জন্য।