Ditipriya-Sohom: বাংলা ধারাবাহিক জগতে এমন অনেক ধারাবাহিক রয়েছে যেগুলো শেষ হলেও ভোলার না। তার মধ্যে অন্যতম হল অপরাজিত। এই ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করেছিলেন যীশু সেনগুপ্ত এবং দুই শিশু শিল্পী। ধারাবাহিকে যীশুর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া রায় এবং ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন সোহম বসু। বাবা ও দুই ছেলে মেয়ের গল্প নিয়েই তৈরি হয়েছিল এই ধারাবাহিকের গল্প।
এই ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দুই শিশু শিল্পী। দর্শকের বেশি প্রিয় হয়ে উঠেছিল এই দুই চরিত্র। এখন দিতিপ্রিয়া, সোহম দুজনেই অনেকটা বড় হয়ে গিয়েছে কেটে গিয়েছে তাদের শৈশব এখন তারা যৌবন। দুজনেই এখন নিজের নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত এবং সফল অভিনেতা। বিশেষ করে অভিনেত্রী দিতিপ্রিয়া তো এখন সকলের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন। টলিউডে রীতিমত রাজত্ব চালাচ্ছেন তিনি।
সম্প্রতি পিকু অর্থাৎ অভিনেতা সোহম বসু রায়চৌধুরী তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তার পাশে দাঁড়িয়ে রয়েছে তার অনস্ক্রিন বোন দিতিপ্রিয়া। ১১ বছর পর পর্দার দুই জনপ্রিয় ভাই-বোনকে দেখে তো বেজায় খুশি দর্শক।
রানি রাসমণির চরিত্রকে সাবলীল রূপে পর্দায় ফুটিয়ে তুলেছেন দিতিপ্রিয়া। ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিক শেষ হওয়ার পর অবশ্য আর ছোট পর্দায় দেখা মেলেনি দিতিপ্রিয়ার। পড়াশোনা এবং অভিনয়, দুই-ই সমান তালে চালিয়ে যাচ্ছেন তিনি। এখন অবশ্য অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি কলেজ পড়ুয়াও।
এত বছরে ইন্ডাস্ট্রিতে থাকার দৌলতে শিশুশিল্পী থেকে তিনি এখন নায়িকা দিতিপ্রিয়া। অন্যদিকে সোহম আপাতত তাঁর পুরো ফোকাস পড়াশোনায় রাখতে চাইছেন। তাঁকে দিতিপ্রিয়ার সঙ্গে অপরাজিত ধারাবাহিকে দেখা গিয়েছিল শেষবার।