স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া “। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে টি আর পি তালিকায় একেবারে শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। সূর্য এবং দীপার রসায়ন দারুন উপভোগ করছেন দর্শকরা। বর্তমানে তাদের রিল লাইফে টানাপোড়েন চলছে আর সেই টানাপোড়েন দেখা যাচ্ছে রিয়েল লাইফে ও। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিলেন বাস্তবের দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষ।

নেট দুনিয়ায় একবার গুঞ্জন রটেছিল তারা নাকি প্রেম করছেন। কিন্তু সেই সব কথার কোন কর্ণপাত করেননি তারা। সেই সম্পর্কে যে ভাঙন ধরেছে এটাই বিশ্বাস করতে পারছিনা অনুরোগীরা। আসলে পর্দার উপরে যাই হোক না কেন বাস্তবের সূর্য এবং দীপার সম্পর্কের মধ্যে যে ফাটল ধরেছে সেটা মানতে পারছে না নেট নাগরিক গণ। তবে এ বিষয়ে কিছু স্পষ্ট জানাননি অভিনেতা অভিনেত্রী।
এই ধারাবাহিকের ছোট্ট দুই সদস্য সোনা ও রুপা নজর কেড়েছে দর্শকদের। সবাই মিলে খুনসুটিতে ভরিয়ে তোলেন ধারাবাহিকটি। তবে এই সবকিছুর মধ্যে সূর্য ও দীপা আবার ঝগড়া ভুলে কি এক হয়ে যাবে এটাই প্রশ্ন দর্শকদের।