LPG: সেপ্টেম্বর মাসের শুরুতে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার সম্পর্কিত একটি ভাল খবর সামনে এল। সম্প্রতি রাজস্থানের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সাথে যুক্ত পরিবারগুলি সেপ্টেম্বর মাসের শুরু থেকে অর্থাৎ ১ তারিখ থেকে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার পেতে চলেছেন। আর এই ঘোষণা, রাজস্থানের ৬৮ লক্ষ পরিবারকে সরাসরি উপকৃত করতে চলেছে। পাশাপাশি এও জানা যাচ্ছে যে, গ্যাস সিলিন্ডারের ভর্তুকিও নাকি সরাসরি ঢুকবে অ্যাকাউন্টে।
মাত্র ৪৫০ টাকায় পাবেন রান্নার গ্যাস!
সম্প্রতি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টের গাইডলাইন মেনে বলা যায়, ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন ৬৮ লক্ষ পরিবার। কিন্তু মূল কথা হলো, এই পরিবারগুলিকে সিলিন্ডার ডেলিভারির টাকা দিতে হবে সাধারণ পরিবারগুলির মতোই ভর্তুকির টাকা সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তবে জেনে রাখা দরকার যে ভর্তুকির মাধ্যমে এই পরিবারগুলিকে ৪৫০ টাকা প্রতি সিলিন্ডার (LPG) পিছু দিতে হবে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী বলা যায়, রাজস্থানে ১ কোটি ৭ লক্ষ ৩৫ হাজারেরও বেশি পরিবার আছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে। এছাড়াও উজ্জ্বলা যোজনা এবং বিপিএল সংযোগ থাকা প্রায় ৭০ লক্ষ পরিবার রয়েছে, যাদের ৪৫০টি সিলিন্ডার দেওয়া হচ্ছে ইতিমধ্যে। এছাড়াও শোনা যাচ্ছে, অতিরিক্ত ৬৮ লক্ষ পরিবারকে ৪৫০ টাকা এলপিজি সিলিন্ডার সরকারি তহবিল থেকে খরচ হবে প্রায় ২০০ কোটি টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে প্রায় ১ কোটি ৭৫ লক্ষ ৪৮ হাজারের বেশি গ্রাহক আছেন যাদের কাছে ৮০৬.৫০ টাকায় ডোমেস্টিক এলপিজি (LPG) সিলিন্ডার ও ১৬৮০ টাকায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। এর মধ্যে, গ্যাসের সংযোগ, চাহিদা ও সেই অনুযায়ী গ্যাস উৎপাদন ও দাম, ভোক্তা ব্যবহার-সহ বেশ কিছু বিষয় নিয়ে সংস্থাগুলির মধ্যে পর্যালোচনা বাড়ছে ও কমছে।