LPG Gas: রান্নার গ্যাস ছাড়া রান্না অচল। প্রায় প্রতিটি ঘরেই রয়েছে রান্নার গ্যাস (LPG Gas)। প্রয়োজন অনুযায়ী বছরে রান্নার গ্যাস কিনে থাকেন গৃহস্থরা। তবে যেভাবে দিনের পর দিন বেড়েছে রান্নার গ্যাসের দাম তাতে রান্না করাই দুর্বিসহ হয়ে দাঁড়িয়েছে। উনুনের বদলে এখন ঘরে ঢুকেছে চুলা। গ্রাম থেকে শহর সর্বত্র রান্নার গ্যাসেই রান্না করছেন দেশের মানুষ।
কমছে রান্নার গ্যাসের দাম:
এবার দেশের মানুষের জন্য বড় সুখবর তার কারণ কমতে চলেছে রান্নার গ্যাস (LPG Gas)। দীর্ঘদিন ধরে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে রাজনৈতিক মহল থেকে বিভিন্ন মহল সোচ্চার হয়েছে। কেন্দ্র সরকারের কাছে এক অন্যতম চ্যালেঞ্জ ছিল এই রান্নার গ্যাসের দাম কমানো। মানুষের কথা ভেবেই এবার কমতে চলেছে রান্নার গ্যাসের দাম। দুস্থ পরিবারের মানুষেরাও যাতে এই রান্নার গ্যাসের কানেকশন পেতে পারে। প্রতি মাসে মাসে যাতে প্রয়োজন অনুযায়ী গ্যাস কিনতে পারেন গরিব মানুষ তার জন্যই কমতে চলেছে রান্নার গ্যাসের দাম। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গরিব খেটে খাওয়া ঘরের মহিলারা পেয়ে থাকেন গ্যাস। সাধারণের তুলনায় অনেক কম দামে তারা এলপিজি সিলিন্ডার পেয়ে থাকেন।
৪৫০ টাকায় গ্যাস:
রান্নার গ্যাস কানেকশন এবং সিলিন্ডারের দাম নিয়ে যখন মানুষের মধ্যে চরম অসন্তোষ ঠিক সেই সময় অর্ধেকের কম দামে পাওয়া যায় এই উজ্জ্বলা গ্যাস। জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী সুবিধাভোগী পরিবার গুলিকে সেপ্টেম্বরের প্রথম দিন থেকে দেওয়া হচ্ছে ৪৫০ টাকায় গ্যাস! ডোমেস্টিক সিলিন্ডার মিলছে মাত্র ৪৫০ টাকায়! এর ফলে উপকৃত হবেন গ্রাম গঞ্জের প্রায় ৬৮ লক্ষ পরিবার!তবে এই সুবিধা পাবেন না পশ্চিম বাংলার মানুষ কেবল পাবেন রাজস্থানের মেয়েরা! ভর্তুকি সরাসরি একাউন্টে চলে যাবে। নতুন যে প্রকল্প আসছে তাতে রাজস্থানের ৬৮ লক্ষ মানুষ উপকৃত হবেন!
মূলত রাজস্থান সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে! সিলিন্ডার নেওয়ার সময় দিতে হবে ৮০৬.৫০ টাকা। কিন্তু ভর্তুকি সরাসরি চলে যাবে ব্যাংক একাউন্টে। আসল গ্যাসের দাম হবে৪৫০ টাকা। প্রতিবার বছরে বারোটি পর্যন্ত সিলিন্ডার পাওয়া যাবে সর্বোচ্চ। এর ফলে অভাবী সাধারণ মানুষকে আর ভাবতে হবে না রান্না করার জন্য। শুধুমাত্র উজ্জ্বলা যোজনার অধীনে থাকা গরীব মানুষেরাই নন বরং দারিদ্র সীমার নিচে বসবাসকারী আরো অনেকেই পাবেন এই সুবিধা।
আরও পড়ুন: Reliance Jio: বেশি লাভ করতে চাওয়াই কাল হলো; আবারও সস্তা প্ল্যানে ফিরছে রিলায়েন্স জিও