Sourav Ganguly: আরজিকর কাণ্ডে এখন উতপ্ত গোটা দেশ। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু সব জায়গা থেকে বেরোচ্ছে প্রতিবাদের মিছিল। ফুঁসছে গোটা দেশ, এমনকি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে গোটা ঘটনাটি। আসল দোষীদের খুঁজে বের করার জন্য তদন্তে নেমেছে সিবিআই। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই ঘটনার তদন্তের জন্য সিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে সব সেলিব্রেটিরা এই ঘটনা সম্পর্কে নিজের নিজের বক্তব্য রেখেছেন। তেমনি কিছুদিন আগে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীও (Sourav Ganguly) নিজের মতামত জানিয়েছিলেন এই ঘটনা সম্পর্কে। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা নেটপাড়ায়। সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে এরকম কিছু একদম আশা করেনি সাধারণ মানুষ।
এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় জনে-জনে যখন এই প্রশ্ন তুলতে ব্যস্ত, ‘দাদাগিরি বয়কটের দাবি’ সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল, সেই সময়ই সৌরভ নিজের প্রোফাইল করলেন কালো। শুধু তিনি নন, একই কাজ করেন ডোনা গঙ্গোপাধ্যায় ও সানা। তবে এখনই থেমে নেই তারা, এবারে নাকি সপরিবারে রাস্তায় প্রতিবাদে নামতে চলেছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।
সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় পেশায় তিনি একজন নৃত্যশিল্পী। এবার তাঁর বেহালার নাচের স্কুল দীক্ষামঞ্জরী থেকেই ডাকা হল পদমিছিল। তিলোত্তমার বিচার চেয়ে এবার নৃত্যশিল্পীদের নিয়ে পথে হাঁটবেন ডোনা গঙ্গোপাধ্যায়। ২১ অগস্ট সন্ধ্যে সাড়ে সাতটায়।
শোনা যাচ্ছে সেই মিছিলেই পা মেলাতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে তিলোত্তমার পরিবারের পাশে দাঁড়াতে, বাংলার মেয়ের বিচার চাইতে, টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি পথে নেমেছিলেন সঙ্গীত শিল্পীরাও। বিনোদন জগতের বিভিন্ন বিভাগ পথে নেমে চিৎকার করে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। এবার সেই প্রতিবাদে সামিল হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফুয়েন্সারদের এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামতে দেখা গেছে।