Durga Puja 2024: অপেক্ষার আর কয়েকটা দিন। ঢাকের আওয়াজ আর মহালয়া জানান দেবে মা এসেছে। মাত্র পাঁচটা দিনের জন্য বাঙালির ৩০০ দিনের অপেক্ষা। পাড়ায় পাড়ায় প্যান্ডেল হয়ে গিয়েছে সম্পূর্ণ, শরতের অকাল বৃষ্টি আসলেও পুজোর আনন্দে পড়বে না কোন ভাটা। বাঙালির পূজায় যতই মিলেমিশে যাক আধুনিকতা এবং প্রযুক্তি। পুজোর আবেগে বাঁধা থাকে শাস্ত্র পুরাণের দৃষ্টান্ত। ষষ্ঠী থেকে দশমী বাধা ধরা নিয়মের মধ্যে চলে দেবী আরাধনা। কোন সময় শুরু হচ্ছে ষষ্ঠী পুজো, দশমীর দিন কাটায় কাটায় কোন সময়ে দেবীর নিরঞ্জন হবে?এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে! রথের দিন থেকেই খুঁটি পূজার শুরু হয়ে যায় প্যান্ডেলে।
মহালয়া:
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, দেবিপক্ষের সূচনা হয় মহালয়া থেকে। অমাবস্যার দিনে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুভারম্ভ হয়। পূজোর ছুটিতে লম্বা ট্যুরের পরিকল্পনা রয়েছে? তবে আপনার অভিষ্ঠ পূরণ হবে দেবীর কৃপায়! কারণ পুজো শেষেই রয়েছে শনি এবং রবিবার অর্থাৎ ডবল ধামাকা! ২০২৪ সালের দুর্গাপূজো শুরু হচ্ছে ৯ অক্টোবর থেকে! অর্থাৎ মহাষষ্ঠী রয়েছে বুধবার দিন! মহালয়া রয়েছে দোসরা অক্টোবর! সেদিন গান্ধী জয়ন্তী উপলক্ষে ছুটি তো থাকছে আগে থেকেই। তাই এই ছুটি যে মাটি হবে তা বলাই বাহুল্য।
পঞ্চমী থেকে দশমী:
দুর্গা পঞ্চমী রয়েছে ৮ ই অক্টোবর শনিবার। সকাল ১১ টা বেজে ১৬ মিনিট পর্যন্ত থাকছে পঞ্চমী তিথি। এরপর ৯ই অক্টোবর রয়েছে মহা ষষ্ঠী। ১০ই অক্টোবর বৃহস্পতিবার মহা সপ্তমী, ১১ই অক্টোবর শুক্রবার মহা অষ্টমী। মহা অষ্টমীর দুই অন্যতম পালনীয় প্রথা সন্ধিপূজো এবং পুষ্পাঞ্জলি। অষ্টমী তিথি শুরু হতেই পুষ্পাঞ্জলী দিতে পারবেন ভক্তরা। তিথি অনুযায়ী সন্ধিপূজো শুরু হচ্ছে সকাল ১১ টা ৪২ মিনিট থেকে বেলা ১২:৫০ মিনিটের মধ্যে সেরে ফেলতে হবে সন্ধিপুজো! মহানবমী রয়েছে ১২ ই অক্টোবর! এবং বিজয়া দশমী রয়েছে ১৩ অক্টোবর রবিবার!
কিসে আসবেন দেবী:
মহা সপ্তমীর তিথি অনুযায়ী যাচাই করা হয় দেবীর আগমন এবং গমন। এবারে দেবীর আগমন হবে দোলায়। যার অর্থ, পৃথিবীতে শুরু হতে পারে অস্থির অবস্থা। মহামারী ভূমিকম্প যুদ্ধ এবং অতি মৃত্যুর মতন ঘটনা ঘটতে পারে। অসুরদলনি মহামায়া দেবী দুর্গা তিনি সকলের মঙ্গলার্থে আসছেন পৃথিবীতে। ভক্তদের কামনায় ধরাধামে শান্তির বার্তা নিয়ে আসবেন দেবী সেই আশায় প্রহর গুনছেন কোটি কোটি ভক্তরা।
আরও পড়ুন: Recharge Plans: পুজোর আগে বড় ধাক্কা! TRAI এর নির্দেশে আবার বাড়বে মোবাইল রিচার্জের দাম? জানুন বিশদে