Durga Puja 2024: সময়ের সাথে সাথে টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের ধরন পাল্টেছে, এসেছে নতুনত্বের ছোঁয়া। এবারে টেলিভিশনের পর্দা থেকে বেরিয়ে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের নতুন রূপ আনতে চলেছে হইচই। হ্যাঁ ঠিকই শুনছেন প্রথমবার টেলিভিশনের পর্দা থেকে বেরিয়ে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান কে OTT প্ল্যাটফর্মে আনতে চলেছে হইচই। ‘মহিষাসুরমর্দিনী’ অবতারে দেখা যেতে চলেছে অভিনেত্রী রাজনন্দিনী পালকে।
সামনে এসেছে তার প্রথম লুক। হইচই-এর এই নতুন সিরিজের নাম ‘মহিষাসুরমর্দিনী’। এই সিরিজ পরিচালনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়। আদিশক্তি মহামায়াকে ঘিরেই এই বিশেষ সিরিজের কাহিনী আবর্তিত হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বিন্ধ্যবাসিনী, দুর্গা এবং মহিষাসুরমর্দিনীর মতো দেবীর নানা অবতার দেখা যাবে সিরিজে। এই সিরিজে ঘোড়াসুর, মহিষাসুর বধের পাশাপাশি সতীর দেহখণ্ডন, শিবের তাণ্ডবও দেখা যাবে। আগামী ২ অক্টোবর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘মহিষাসুরমর্দিনী’।
এর আগেও হইচই সহ আরও বিভিন্ন OTT প্ল্যাটফর্মে বিভিন্ন সিরিজে অভিনয় করতে দেখা গেছে রাজনন্দিনী কে। নিজের অভিনয়ের কারণে প্রশংসাও পেয়েছেন অভিনেত্রী। এবারে তাকে একদম নতুন রূপে দেখা যেতে চলেছে। মহালয়ার সকাল মানেই চ্যানেল চ্যানেলে তারকাখচিত অসুরবধের শো। তবে এই প্রথমবার মা দুর্গার অসুর বধের বর্ণনা নিয়ে সিরিজের মোড়কে আসছে মহালয়া। হইচই-এর ‘দুর্গা’ রাজনন্দিনী পালকে কোরিওগ্রাফি করেছেন সুকল্যাণ ভট্টাচার্য।
অন্যদিকে স্টার জলসা এবং জি বাংলার মহালয়ার সকলের অনুষ্ঠানের প্রমো ভিডিও সামনে এসেছে। স্টার জলসার পর্দায় এবারেও দুর্গা রূপে দেখা যেতে চলেছে অভিনেত্রী কোয়েল মল্লিক কে এবং জি বাংলার পর্দায় দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী কে। আগামী ২রা অক্টোবর, মহালয়ার দিন ভোর ৫টায় দুই চ্যানেলে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।
আরও পড়ুন: Mir Afsar Ali: কিছু মানুষের শিক্ষা হওয়া দরকার’…শিক্ষক দিবসে কাদের নিশানা করলেন মীর?