Post Office Monthly Income Scheme: আমরা প্রত্যেকেই আমাদের উপার্জন করা অর্থের কিছুটা পরিমাণ অর্থ সঞ্জয় করে রাখি ভবিষ্যতের জন্য। যাতে ভবিষ্যতে আমাদের কোন রকম সমস্যার সম্মুখীন হতে না হয় বা আমাদের অনুপস্থিতিতে আমাদের পরিবারের সদস্যদের কোন সমস্যা না হয়। বর্তমানে বিভিন্ন রকম শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড রয়েছে বাজারে। কিন্তু এই অসংখ্য মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটের ভিড়ে গ্রাহকদের ভরসার জায়গা হল পোস্ট অফিস বা সরকারি যেকোনো সংস্থা।
কারণ বর্তমানে চিটফান্ডের ব্যাপক বিস্তার রয়েছে, যেকোনো জায়গায় ভরসা করে নিজের সঞ্চিত অর্থ রাখলেই ঠকতে হচ্ছে মানুষকে। তাই বর্তমানে সকলেই সরকারি ব্যাংক এবং পোস্ট অফিসের উপরে ভরসা করে থাকেন। ব্যাংকের থেকেও পোস্ট অফিসের উপর মানুষের ভরসা বেশি। কারণ পোস্ট অফিসে টাকা যেমন সুরক্ষিত থাকে তেমনি দুর্দান্ত রিটার্ন পাওয়া যায় বছর শেষ। প্রতি মাসেই দারুন দারুন সব স্কিম নিয়ে হাজির হয় পোস্ট অফিস। আজকের প্রতিবেদনে আপনাদের সেরকমই একটি স্কিম সম্পর্কে ধারণা দেব।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম:
পোস্ট অফিসের (Post Office) এই স্কিমে একবার টাকা রাখলেই প্রতিমাসে সুদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর সেই টাকা আপনি অনায়াসে তুলে ফেলতে পারেন। এই স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে ৯ লক্ষ টাকা ও যৌথ অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে ১ ৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা যেতে পারে। যেখানে বাৎসরিক ৭.৪ % হিসাবে সুদ পাওয়া যায়।
আপনি যদি মা, বাবা কিংবা স্ত্রীর সাথে পোস্ট অফিসে যৌথভাবে এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খোলেন আর তাতে ১৫ লক্ষ টাকা রাখেন তাহলে ৭.৪% হিসেবে প্রতিমাসে ৯,২৫০ টাকা সুদ পাবেন। তবে এই মনে রাখতে হবে এই প্রকল্পের সময়সীমা ৫ বছর। তাই ৫ বছর পর পুনরায় রিনিউ করতে হবে। এই স্কিমে আপনি চাইলে ন্যূনতম ১০০০ টাকা দিয়েই ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন।
কিভাবে একাউন্ট খুলবেন?
আপনি যদি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে টাকা বিনিয়োগ করতে চান তাহলে নিকটবর্তী পোস্ট অফিস থেকেই ফর্ম নিতে হবে। তারপর সেই ফর্মে সঠিক তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
- প্যান কার্ড
- আধার কার্ড / ভোটার কার্ড (পরিচয় পত্র হিসাবে)
- পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট
- পাসপোর্ট সাইজের কালার ফটো
- সঠিক তথ্য দিয়ে ফিলাপ করা ফর্ম
আরও পড়ুন: Fixed Deposit: মাত্র ১৫ মাসের ফিক্সড ডিপোজিটে ৯% সুদ! চমকপ্রদ অফার দিচ্ছে এই ব্যাঙ্কগুলো