East West Metro: আরো সম্প্রসারিত হবে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রোর পথ এগিয়ে যাবে আরো। কলকাতা মেট্রো (East West Metro) শুধুমাত্র কলকাতা নয় গোটা ভারতের মধ্যে ঐতিহ্য। ভারতবর্ষের সবচেয়ে পুরনো মেট্রো লাইন এই কলকাতা মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রো কাজ আগে থেকেই শুরু হয়েছিল এবার তা ছড়িয়ে পড়বে গোটা কলকাতা জুড়ে।
বলা যেতে পারে এক মাকড়সার জালের মতন বিস্তৃত হতে চলেছে কলকাতা মেট্রো লাইন (East West Metro)। কলকাতা মেট্রোরেল ইতিমধ্যেই এই ব্যাপারে সুখবর জানিয়ে দিয়েছে। আগেই জানা গিয়েছিল শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। আবার অন্যদিকে মধ্য কলকাতার হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো চলছে। কিন্তু বউবাজারে মেট্রো লাইন করতে গিয়ে নানান রকম সমস্যায় পড়তে হয় এর প্রধান কারণ ফাটল।
বিভিন্ন পুরনো বাড়িগুলিতে ফাটল ধরতে শুরু করে। এমনকি ধস নামতে শুরু করে যার ফলে শিয়ালদহ এবং বৌবাজার লাইন জোড়া সম্ভব হয়নি। সেই সময় পুনর্বাসন দিয়ে সরিয়ে নেওয়া হয় সাধারণ মানুষকে। তবে সেই সমস্যার সমাধান হতে চলেছে খুব তাড়াতাড়ি। হাওড়া এবং শিয়ালদহ একসাথে জুড়ে যাবে। হাওড়া এবং শিয়ালদহকে বলা হয় জমজ শহর। এবার এই দুই শহর এক হয়ে যাবে। ধর্মতলা সেক্টর ফাইভের মধ্যে যাতায়াত হবে আরো সুদীর্ঘ। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই এই সম্প্রসারণ কাজ সম্পূর্ণ হতে পারে বলে জানা গিয়েছে।
লোকসভা নির্বাচনের আগে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের শুভ উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি জলের তলায় মেট্রো (East West Metro) চলেছিল যা ছিল কলকাতা মেট্রোর ১ ঐতিহাসিক পদক্ষেপ। সেই রুটের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। আগে অভিযোগ ছিল গঙ্গার নিচে যাওয়ার সময় পাওয়া যেত না টাওয়ার।
তবে এখন আর সেই খেদ নেই যাত্রীদের। গঙ্গার নিচ থেকে দিব্যি পাওয়া যাচ্ছে নেটওয়ার্ক। অনেকেই এই সুন্দর মুহূর্তের সাথী ক্যামেরাবন্দি করছেন লাইভ করছেন। এবার নতুন মেট্রো লাইন সাধারণ মানুষের যাতায়াত করবে আরও সুগম।
আরও পড়ুন: Aadhaar Card Update: আর মাত্র ২০ দিন! এর মধ্যে আধার আপডেট না করালে দিতে হবে টাকা! জানুন বিস্তারিত