Eastern Railway: বছরের প্রতিটি মাস আলাদা আলাদা দেবতার জন্য উৎসর্গিত হয়ে থাকে। ঠিক তেমনভাবেই শ্রাবণ মাস উৎসর্গিত হয় মহাদেবের জন্য। দেবাদিদেব মহাদেবের পুজো দেওয়ার জন্য দক্ষিণবঙ্গের অন্যতম শৈব তীর্থ তারকেশ্বর মন্দিরে ভিড় উপচে পড়েছে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। এদিকে তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা।
শুধুমাত্র এই রাজ্য নয় ভিন রাজ্য থেকে বহু শিব ভক্তরা উপস্থিত হয়েছেন তারকেশ্বরে। এই তারকেশ্বরে যাত্রীদের জন্য এবার বিশেষ ব্যবস্থা এনেছে রেল। পূর্ব রেলওয়ে যাত্রীদের ভিড়ের চাপ কমানোর জন্য নতুন ট্রেনের ঘোষণা করেছে। তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা বিশেষ করে সোমবার দিনগুলিতে ভক্তরা উপস্থিত হন এই শিবধামে।
চলবে অতিরিক্ত ট্রেন:
পুণ্যার্থীদের আগমনের ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য পূর্ব রেল অতিরিক্ত ট্রেন চালাবে। প্রতিবছরের মতন এবারেও অতিরিক্ত ট্রেন চালানো হবে তারকেশ্বর এবং শেওড়াফুলি রুটে। শ্রাবণী মেলা উপলক্ষে যাতে আরো ভক্তরা কোনরকম বিঘ্ন ছাড়াই আসতে পারেন তার জন্য পূর্ব রেলের তরফে এরকম ব্যবস্থা করা হয়েছে।
শ্রাবণ মাসের প্রথম সোমবারে এত ভিড় হয়েছিল যে রীতিমত ভিড়মি খেয়ে ছিল রেল। তারপরেই রেলের তরফে এই ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ট্রেন চালানো হবে তারকেশ্বর রুটে প্রতিদিন চলবে ট্রেন। শ্রাবণী মেলার সময় তারকেশ্বর এবং শেওড়াফুলির মধ্যে তিনটি সোমবার চালানো হবে ট্রেন
কোন কোন দিন চলবে ট্রেন:
০৫.০৮.২০২৪ ১২.০৮.২০২৪ ১৯.০৮.২০২৪ এই তিন তারিখ গুলিতে চালানো হবে ট্রেন (Eastern Railway)। তিনটি সোমবার তারকেশ্বর থেকে ট্রেন ছাড়বে সকাল দশটা বেজে তিন মিনিটে এবং শেওড়াফুলি পৌঁছে যাবে দশটা পঞ্চাশ মিনিটে। অন্যদিকে শেওড়াফুলি থেকে এই ট্রেন ছাড়বে দশটা বেজে ৫৮ মিনিটে আবার তারকেশ্বর পৌঁছে যাবে ১১ টা ৪৮ মিনিটে। জুলাই মাসের ১৭ থেকে হাওড়া তারকেশ্বর এবং শেওড়াফুলি তারকেশ্বর রুট এ আরো ১২টি ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল (Eastern Railway)। আগামী ১৯ আগস্ট পর্যন্ত চলবে এই ট্রেনগুলি।
আরও পড়ুন: Ilish Biryani: বর্ষায় বাড়িতেই তৈরি করে নিন গরম গরম ইলিশ বিরিয়ানি, জেনে নিন ঝটপট