Recharge Plans: দৈনন্দিন জীবনে স্মার্টফোন আমাদের জীবনের অন্যতম একটি অঙ্গ হয়ে উঠেছে। বিনোদনের সেরা ঠিকানার অন্যতম স্মার্টফোনের রিচার্জ করাতে এখন পড়ছে সাধারণের পকেটে টান। শেষবারের মতো চলতি বছরের জুলাই মাস থেকে মোবাইল প্ল্যান রিচার্জের দাম বৃদ্ধি করা হয়েছে। প্রতি প্ল্যানে বৃদ্ধির পরিমাণ প্রায় ১০০ টাকা বা তারও বেশি। সমালোচনার ঝড় উঠলেও আটকানো যায়নি মূল্যবৃদ্ধির চাপ। ক্রমশ বিশাল থেকে বিশালতার দিকে এগোচ্ছে মূল্য যার ফল স্বরূপ এখন গ্রাহকদের প্রায় ২৫% বেশি টাকার বিনিময়ে রিচার্জ করতে হচ্ছে।
সূত্র মারফত উঠে আসা কিছু তথ্য সামনে এসেছে। যেগুলি বাস্তবায়ন হলে আবারও বড় ধাক্কা পেতে চলেছে সমস্ত মোবাইল সিম কোম্পানির গ্রাহকরা। পুজোর আগেই কি তাহলে বড় বদল? জানা যাচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI এর পক্ষ থেকে একটি নতুন পলিসি সামনে আমার কথা ভাবা হচ্ছে। যা যদি সত্যিই সরকারী ভাবে সামনে আসে তবে এর জন্য সিম কোম্পানিগুলিকে পুনরায় প্ল্যানের দাম বৃদ্ধির পথে হাঁটতে হতে পারে। এবং এই পলিসি মেনে না চললে কোম্পানি গুলিকে ভরতে হতে পারে মোটা অংকের ফাইন।
ভারতীয় টেলিকম অথরিটি ভুয়ো কল এবং মেসেজের উপর নিয়ন্ত্রণ আনতে একটি নতুন পলিসির কথা ভেবেছেন। যা চলতি বছরের আগামী ১ লা অক্টোবর থেকে কার্যকরী হতে চলেছে। যেসব সংস্থা এই গাইডলাইন মেনে চলতে অক্ষম হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে TRAI। দিতে হবে মোটা অংকের জরিমানাও।
TRAI এর নির্দেশে টেলিকমিউনিকেশন বিভাগে যেসব সংস্থা ভুয়ো ফোন বা মেসেজ বন্ধ করতে পারবেন না তাদের ক্ষেত্রে ধার্য হবে জরিমানা। আর এই জরিমানা উশুল করার জন্য ব্যাংক গুলিকে সিম কোম্পানি গুলোর গ্যারান্টি কার্ড বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছে ট্রাই। এমনকি এই অপরাধে সিম কোম্পানিগুলির লাইসেন্স অবধি বাতিলের হুশিয়ার দিয়েছে TRAI!
আরও পড়ুন: Bollywood Gossip: ‘মাত্র ১৮ বছরেই বাবা আমাকে…’ ধর্মেন্দ্রকে নিয়ে একি বললেন মেয়ে এষা?