Ekchokho.com 🇮🇳

গরমে বিদ্যুৎ (Electricity Bill) বিল দেখে আঁতকে উঠছেন? মাত্র ৫ টা টিপস মেনে চললেই অর্ধেক হবে আপনার বিল!

Electricity Bill : কলকাতা সহ গোটা রাজ্য জুড়েই তীব্র গরমের (Summer Heat) দাপট শুরু হয়ে গিয়েছে। ঘরের বাইরে চড়া রোদ, আর ঘরের ভিতরে এসি (AC) কিংবা ফ্যান (Fan) চালিয়েও যেন শান্তি নেই। কিন্তু দিনের শেষে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় বিদ্যুতের বিল (Electricity Bill)। মাস ঘুরলেই মোটা অঙ্কের বিল ...

Updated on:

গরমে বিদ্যুৎ (Electricity Bill) বিল দেখে আঁতকে উঠছেন? মাত্র ৫ টা টিপস মেনে চললেই অর্ধেক হবে আপনার বিল!

Electricity Bill : কলকাতা সহ গোটা রাজ্য জুড়েই তীব্র গরমের (Summer Heat) দাপট শুরু হয়ে গিয়েছে। ঘরের বাইরে চড়া রোদ, আর ঘরের ভিতরে এসি (AC) কিংবা ফ্যান (Fan) চালিয়েও যেন শান্তি নেই। কিন্তু দিনের শেষে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় বিদ্যুতের বিল (Electricity Bill)। মাস ঘুরলেই মোটা অঙ্কের বিল দেখে অনেকেরই রাতের ঘুম উড়ে যায়।

Electricity Bill টাকার হিসাব মেলাতেই নাজেহাল মধ্যবিত্ত পরিবার

এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যায় পড়ছেন মধ্যবিত্তরা (Middle Class)। যাদের পক্ষে হুট করে বিদ্যুতের (Electricity Consumption) খরচ কমানো একেবারেই সহজ নয়। এসি (AC), ফ্রিজ (Fridge), ওভেন (Oven), ওয়াশিং মেশিন (Washing Machine)-এর মতো প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী ছাড়া এক মুহূর্তও চলে না। তবে বিদ্যুতের (Electricity Saving) বিল কমানোর কিছু বিশেষ টিপস (Tips) মেনে চললে কিন্তু সত্যিই মিলতে পারে স্বস্তি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Electricity Bill Saving Tips

Electricity Bill Saving Tips
Electricity Bill Saving Tips

এসি (AC) চালানোর সঠিক নিয়ম জানেন তো?

অনেকেই ভাবেন, এসি (AC) ১৮-২০ ডিগ্রিতে চালালে ঘর সবচেয়ে ঠান্ডা হয়। তবে এতে বিদ্যুতের (Electricity Bill) খরচ অনেক বেশি হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এসি-র তাপমাত্রা (Temperature) ২৫-২৬ ডিগ্রিতে রাখলে ঘর যেমন ঠান্ডা থাকবে, তেমনই বিদ্যুৎ সাশ্রয় (Electricity Saving) হবে। এছাড়া এসির (AC) ঘরে ফ্রিজ (Fridge), ওটিজি (OTG)-র মতো হাই পাওয়ার (High Power) ইলেকট্রনিক যন্ত্র রাখবেন না। এতে এসির (AC) ওপর চাপ পড়ে বেশি বিদ্যুৎ খরচ হয়।

Read More: Electricity Bill: বিদ্যুৎ বিল মুক্তি! মুখ্যমন্ত্রীর ঘোষণায় বিনামূল্যে কারেন্ট, জানুন শর্ত

ছোট ছোট অভ্যাস বদল আনবে বড় Electricity Bill সাশ্রয়

  • এলইডি (LED) বাল্ব ব্যবহার করুন ফিলামেন্ট বা পুরনো বাল্বের বদলে।
  • রোজ রোজ ওয়াশিং মেশিন (Washing Machine) চালিয়ে জামাকাপড় ধোবেন না, বরং সপ্তাহে দুদিন একসঙ্গে অনেক কাপড় ধুতে দিন।
  • টিভি (TV) বন্ধ মানে রিমোটের বোতাম নয়, সরাসরি সুইচ অফ করুন।
  • চার্জার (Charger) প্লাগে লাগিয়ে রেখে দেবেন না ফোন চার্জ শেষের পরেও।
  • ফ্রিজে (Fridge) গরম খাবার (Hot Food) সরাসরি রাখবেন না। আগে ঠান্ডা করে রাখুন।

Muft Bijli Yojona

মেনে চললেই বাজিমাত, বিদ্যুৎ বিল (Electricity Bill) হবে অর্ধেক

এই সব সহজ টিপস (Tips) যদি আপনি প্রতিদিনের জীবনে কাজে লাগান, তাহলে বিদ্যুৎ বিলের (Electricity Bill) অঙ্ক কিন্তু সত্যিই অনেকটা কমবে। এতে শুধু বিদ্যুৎ নয়, আপনার মাসিক খরচ (Monthly Expenses) কমে গিয়ে অর্থ সাশ্রয় (Money Saving) হবে চোখে পড়ার মতো। আর আপনি হয়ে উঠবেন একজন স্মার্ট কনজিউমার (Smart Consumer)। এই গরমের (Summer Season) হাত থেকে বাঁচতে বিদ্যুৎ (Electricity) খরচ কমানোর এই সহজ কৌশলগুলো মেনে চলুন, আর স্বস্তিতে কাটান এই গরমের দিনগুলো।