আজকের যুবসমাজ শুধুমাত্র স্বপ্ন দেখে না, সেই স্বপ্ন পূরণে লড়তেও জানে। শিক্ষিত হয়েও যখন হাতে কাজ নেই, তখন বিকল্প পথ খুঁজে পাওয়া কঠিন। এ রাজ্যে হাজার হাজার যুবক-যুবতী বছরের পর বছর ধরে বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁদের অনেকেই রাজ্য সরকারের নেওয়া পরীক্ষায় সফল হয়েও এখনও নিয়োগের অপেক্ষায়। ঠিক এমন সময়ই চোখে জল আর কণ্ঠে প্রতিবাদের সুর নিয়ে রাজপথে নেমে এসেছেন তাঁরা।
Read More: খুশির খবর! এবার বাচ্চাদেরও হবে নিজস্ব PAN কার্ড, কীভাবে করবেন আবেদন?
জীবনের তাগিদে রাস্তায় নামা প্রার্থীরা (Unemployed Teachers Protest in Front of Bikash Bhawan)
নিয়োগপত্রের আশায় টানা বিক্ষোভ চলছে বিকাশ ভবনের সামনে। দিনের পর দিন সেখানেই অবস্থান করছেন বহু শিক্ষক প্রার্থী (Teacher Candidates)। পরিবারের দায়িত্ব, আর্থিক সংকট ও মানসিক অবসাদের মধ্যেও তাঁরা লড়ছেন নিজেদের অধিকারের জন্য। পেটের দায়ে কেউ খাবার ডেলিভারি করছেন, কেউ টিউশনি করে দিন কাটাচ্ছেন—এই বাস্তব চিত্রকে সামনে রেখে তাঁদের প্রতিবাদ যেন এক মরিয়া লড়াই। তবে এই আন্দোলনের মাঝে এমন এক মন্তব্য উঠে এসেছে, যা আন্দোলনকারীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
আন্দোলন নিয়ে ‘নাটক’ মন্তব্য ফিরহাদের (Firhad Hakim calls protest “drama”)
সম্প্রতি ফিরহাদ হাকিম (Firhad Hakim) বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের উদ্দেশে কড়া ভাষায় বলেন, “ওটা নাটক। ক্যামেরায় মুখ দেখাতে চাইছে ওরা।” তাঁর মতে, যেহেতু সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলাটি বিচারাধীন, তাই এই আন্দোলনের কোনও মানে নেই। যদিও তাঁর এই বক্তব্যের আগে বিকাশ ভবনের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়, যেখানে আন্দোলনকারীদের উপর পুলিশি হস্তক্ষেপের অভিযোগ উঠে এসেছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্তও (Sabyasachi Dutta)। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এই মন্ত্রীর এমন বক্তব্য সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য, সেই প্রশ্ন উঠছে।
Read More: মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে কোটিপতি! SIP-এর হাত ধরে কি স্বপ্নপূরণ সম্ভব?
মানবিকতার অভাবের অভিযোগ আন্দোলনকারীদের (Protesters slam minister’s inhuman comments)
আন্দোলনকারীদের দাবি, একজন মন্ত্রী হিসেবে এই মন্তব্য অনুচিত এবং অমানবিক। কেউ কেউ বলেছেন, “উনি যদি আমাদের জায়গায় থাকতেন, তাহলে বুঝতেন।” তাঁদের মতে, শুধু মুখ দেখানোর জন্য নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের উদ্দেশ্যেই তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আন্দোলনকারীরা আরও বলেন, “ফিরহাদ হাকিমের বক্তব্য আমাদের মনোবল ভাঙতে পারবে না।” বরং এই মন্তব্য তাঁদের লড়াইকে আরও দৃঢ় করেছে।
বিক্ষোভ চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত (Teachers vow to continue protest till justice served)
নাটক নয়, এই আন্দোলন তাঁদের বেঁচে থাকার লড়াই—এটাই স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারীরা। নিয়োগ না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে বলেও জানান তাঁরা। সাধারণ মানুষও এই আন্দোলনে সহানুভূতির দৃষ্টিতে দেখছেন। কারণ, এ এক সামাজিক বাস্তবতা, যেখানে একজন প্রাপ্তবয়স্ক, শিক্ষিত ব্যক্তি চাকরির আশায় রাস্তায় বসে আছেন দিনের পর দিন। ফিরহাদ হাকিমের মন্তব্য সেই সংবেদনশীল বাস্তবতার সঙ্গে কতটা সাযুজ্যপূর্ণ—তা নিয়েই উঠছে প্রশ্ন।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |