Flipkart Sale: প্রযুক্তি যত উন্নত হচ্ছে মানুষজন তত অনলাইন কেনাকাটার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। অনলাইনে জামাকাপড়, দৈনন্দিন প্রয়োজনের জিনিস, মুদিসদাই এর জিনিস, খাবার জিনিস সবই পাওয়া যায়। আর এই অনলাইনে কেনাকাটা করার জন্য অনেক ধরণের অ্যাপ রয়েছে। আর উৎসবের মরশুমে দেশের অন্যতম বড় অনলাইন অ্যাপ ফ্লিপকার্ট নিয়ে হাজির হল Flipkart Big Billion Day Sale। প্রতিবার বিগ বিলিয়ন ডে সেলে চোখ কপালে তোলার মত দামে পাওয়া যায় দামি দামি জিনিস। আইফোন থেকে টিভি, ওয়াশিং মেশিন থেকে ফ্রিজ, মিক্সি আরও কত কি অবিশ্বাসাস্য দামে কিনতে রীতিমত Big Billion Day সেলের জন্য অপেক্ষায় থাকেন সকলে।চলুন তাহলে এই সেল সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
Flipkart Big Billion Day Sale Date
জানা যাচ্ছে এ বছর ৩০শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সেল। তবে যারা Flipkart plus মেম্বার রয়েছেন তারা একদিন আগে অর্থাৎ ২৯ সেপ্টেম্বর থেকেই সেলে কেনাকাটি করার সুযোগ নিতে পারবেন। এই সেল চলবে আগামী সাত দিন পর্যন্ত অর্থাৎ অক্টোবর এর ৫ তারিখ অবধি এই সেল বৈধ থাকবে। প্রতিবছরই অবিশ্বাস্য ছাড় পাওয়া যায় ফ্লিপকার্টের এই বিশেষ সেলে। এই যেমন গত বছরই এই ৮০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল টিভি ফ্রিজ থেকে শুরু করে স্মার্টফোন ল্যাপটপ বা ইলেকট্রনিক গ্যাজেটের উপরে বিপুল ছাড় ছিল। এই বছরও তার অন্যথা হবে না। তবে এ বছর কোন বিভাগে কতটা ছাড় পাওয়া যেতে পারে বা কিভাবে সব থেকে বেশি লাভবান হতে পারেন? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
অনেকেই পুজোর সময় স্মার্টফোন কিনতে পছন্দ করেন তাই আপনি যদি এ বছর একটা নতুন স্মার্ট ফোন কেনার কথা ভাবছেন তাহলে সুবর্ণ সুযোগ হতে পারে। কারণ এই সময় পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ মোবাইল এক্সেসরিজ ও ল্যাপটপ এক্সেসরিজের ওপর। এছাড়াও স্মার্ট টিভি থেকে শুরু করে রান্না ঘরের যন্ত্রপাতি বা গ্যাজেটের উপরেও ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে।