RG Kar: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) বিভীষিকাময় রাতের ঘটনা নাড়িয়ে দিয়েছে বাংলা তথা গোটা দেশের মানুষকে। স্বাধীনতা দিবসের আগের রাত ১৪ই অগাস্ট তিলোত্তমার রাজপথে ‘রাত দখল’ এর ডাক দিয়েছিল আমজনতা। তারপর থেকে প্রতিদিন দেশের ছোটবড় নানা শহরেই ঝাঁকে ঝাঁকে মানুষ গর্জে উঠেছেন প্রতিবাদে। কলকাতার সঙ্গে মুম্বাই, দিল্লি থেকে ব্যাঙ্গালোরের রাস্তায় সমান ভাবে ধ্বনি উঠেছে ‘জাস্টিস ফর আর জি কর।’ সাধারণ মানুষের সাথে পা মিলিয়েছিলেন একাধিক তারকারা। যখন বেশিরভাগ তারকা পথে নেমে সোচ্চার, তখন মুখে কুলুপ এঁটেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পরে কেঁদে কেটে নির্যাতিতার বিচার চাই বলে রচনা ভিডিয়ো পোস্ট করেন আর নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন।
বিগত কয়েক বছর ধরে সিনেমার পাশাপাশি টেলিভিশন চ্যানেলেও দাপিয়ে বেরাচ্ছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। জি বাংলায় বছরের পর বছর ধরে চলা দিদি নং ১ রিয়েলিটি শো’টি অভিনেত্রীকে জনপ্রিয়তার আলাদাই শিখরে পৌঁছে দিয়েছে। তবে এবার আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে এবার এই অডিশনে বিরাট কোপ পড়ল। জানা গিয়েছে, এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি স্কুলের মাঠে যে অডিশনের ব্যবস্থা করা হয়েছিল তা প্রধান শিক্ষক ও বাকিদের হস্তক্ষেপে স্থগিত করে দেওয়া হল।
রায়গঞ্জে করোনেশন হাইস্কুলের মাঠে হওয়ার কথা ছিল রচনার বন্দ্যোপাধ্যায়ের দিদি নং ওয়ান ও রন্ধন বন্ধন অনুষ্ঠানের শ্যুটিং। এই বিষয়ে প্রধান শিক্ষক চিঠি দেন জি বাংলা চ্যানেল কে। সেখানে লেখা হয়, “সারা বাংলা তথা দেশে যখন আরজি করে ধর্ষণ, খুনের ঘটনার প্রতিবাদ হচ্ছে। পথে নেমে প্রতিবাদ করছে সাধারণ মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিৎ এই অনুষ্ঠানের অডিশনগুলি সাময়িকভাবে বন্ধ রাখা”।
স্কুলের এক শিক্ষিকা নিজের সামাজিক মাধ্যমে লেখেন, “বলাই চলে নৈতিক জয় আমাদের। প্রতিবাদী মেয়েদের চাপে কার্যত বেসরকারি চ্যানেলের কর্তৃপক্ষ বাধ্যই হলেন এই শো-এর অডিশন বন্ধ করতে।”অন্যদিকে চ্যানেলের তরফেও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, “অনিবার্য কারণে রায়গঞ্জের দুটি শো-এর অডিশন স্থগিত রাখা হয়েছে।” কী কারণে অডিশন বাতিল হল, তা অবশ্য চ্যানেল কর্তৃপক্ষের তরফে উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: Abir Chatterjee: ‘আমার কাছে আবির এই সময়ের উত্তম কুমার’, এমনটাই মনে করেন পরিচালক রাজ চক্রবর্তী
ইতিমধ্যেই আর জি কর কাণ্ডের জেরে দিদি নম্বর ওয়ান সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ বহু জনতা। নেটপাড়াতেও জনপ্রিয় এই শো থেকে সঞ্চালিকা হিসাবে রচনাকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে নেটপাড়ায়। শুধু রচনা নয়, দাদাগিরির সঞ্চালক হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও এবার অনেকেই অপছন্দ করতে শুরু করেছেন। সৌরভকেও ‘দাদাগিরি’ শো থেকে সরানোর দাবি উঠেছে। এমনকি এই দুই শো দেখা বন্ধ করে দেওয়ার কথাও বলছেন অনেকে।
আরও পড়ুন: Today’s Horoscope: রাখি পূর্ণিমায় ভাগ্যের চাকা ঘুরবে কোন কোন রাশির! চোখ রাখুন আজকের রাশিফলে