Free Ration: বর্তমানে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির জেরে একপ্রকার অতিষ্ঠ হয়ে উঠেছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা। এমতাবস্থায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীকে মূল্যবৃদ্ধি থেকে কিছুটা রেহাই দিতে এবং অন্নের যোগান নিশ্চিত করতে সরকারের তরফে রেশন প্রকল্প চালু করা হয়েছিল। এরপর কোভিডের সময় থেকে বিনামূল্যে রেশন (Free Ration) সামগ্রী দেওয়া শুরু করা হয়েছিল। বর্তমানে প্রায় ৮০ কোটির বেশি মানুষ এই রেশনের সুবিধা পাচ্ছেন। রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন দেশের নাগরিকরা। তবে জানা যাচ্ছে, এবার ফ্রিতে রেশন সামগ্রী দেওয়া বন্ধ হতে পারে। এমন ইঙ্গিত মিলেছে নীতি আয়োগের রিপোর্টে।
বন্ধের পথে ফ্রিতে রেশন (Free Ration) পরিষেবা?
নীতি আয়োগের তরফে ‘মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন ইন্ডিয়া সিন্স ২০০৫ – ২০০৬’ একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেই রিপোর্টে জানা গিয়েছে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদি ২৪ কোটি ৮২ লক্ষ মানুষকে দারিদ্রসীমা থেকে তুলে এনেছেন। এই রিপোর্ট প্রচারও করা হয়েছিল বহু জায়গায়। এখন প্রশ্ন হলো এবার কি এই রিপোর্টকে হাতিয়ার করেই বন্ধ করে দেওয়া হবে ফ্রিতে রেশন পরিষেবা? নাকি বর্তমানে যে ৮০ কোটির বেশি মানুষ রেশন পরিষেবা পান তাদের থেকে এই ২৪ কোটি ৮২ লক্ষের নাম বাতিল হবে! আপাতত প্রশ্ন এই নিয়েই একাধিক প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
কিছুদিন আগে নীতি আয়োগে ‘ওয়ার্কিং গ্রুপ অফ মডেল ফেয়ার প্রাইস শপ’ নিয়ে একটি বৈঠকের আয়োজন হয়েছিল। সেখানেই রেশন ডিলারদের আয় বৃদ্ধি নিয়ে প্রস্তাব রাখা হয়েছিল। নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর জানিয়েছেন, ‘গ্রাহকদের থেকে প্রতি কেজিতে ১ থেকে ১.৫ টাকা নিলে প্রত্যেক গ্রাহকের থেকে ৫-৭ টাকা অতিরিক্ত আয় করা সম্ভব’। এর থেকে স্পষ্ট যে বিনামূল্যে নয়, এবার থেকে কিছু টাকা খরচ করেই রেশন পরিষেবা পাওয়া যাবে। এমনটাই বলা যাচ্ছে প্রস্তাবে।
রেশন ডিলারদের আয় বৃদ্ধিতে উদ্যোগ নিচ্ছে নীতি আয়োগ:
বৈঠকে জানা হয়েছে নতুন এই প্রস্তাবের ভিত্তিতে সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা যেতে পারে। বর্তমানে ডিলাররা প্রতি কেজিতে মাত্র ৯০ পয়সা কমিশন পেয়ে থাকেন সেই টাকা বাড়ানোর জন্যই এই প্রস্তাব পেশ করা হয়েছে। যদিও বিশেষজ্ঞদের মতানুযায়ী, এই প্রস্তাবের মাধ্যমে রেশন ডিলারদের আয় বৃদ্ধি দেখিয়ে বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ করে টাকা দিয়ে চাল, গম দেওয়া চালু করতে পারে সরকার।
আরও পড়ুন: Today’s Horoscope: শনিদেবের কৃপায় কপাল খুলবে এই সাত রাশির! এক নজরে আজকের রাশিফল
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঘোষণা করেছিলেন ১ লা জানুয়ারি ২০২৪ থেকে আগামী ৫ বছর ফ্রি রেশন প্রকল্প চালু থাকবে। এর জন্য কেন্দ্রকে প্রতিবছর ১১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা খরচ করতে হয়। যার জেরে চাপ পড়ছে কোষাগারে। উপরন্তু দীর্ঘদিন যাবৎ কমিশন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেনরেশন ডিলাররা। সেই কারণেই এমন প্রস্তাব আনা হচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।