Ganesh Chaturthi: আগামীকাল শনিবার গণেশ চতুর্থী। ইতিমধ্যেই গোটা দেশে গণেশ পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে। সারা বিশ্বের বিভিন্ন জায়গায় গণেশ পুজো করা হলেও মুম্বাই গণেশ চতুর্থীর জন্য বিশেষ ভাবে জনপ্রিয়। গোটা মুম্বই শহরে সেজে ওঠে গণেশ চতুর্থী উপলক্ষে। সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই এই কয়েকটা দিন আনন্দ উৎসবে মেতে থাকেন। মুম্বাই শহরে অলিতে গলিতে গণেশ পুজো হয়ে থাকে। তবে জানেন কি মুম্বাই শহরের বিশেষ কয়েকটি গণেশ পুজো রয়েছে যা বিশ্ব বিখ্যাত। এই পুজো দেখার জন্য দূর দূর থেকে মানুষ ছুটে আসেন। আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে সেই পুজো নিয়েই আলোচনা করব।
Lalbaugcha Raja, Mumbai: মুম্বাই শহরের সবচেয়ে জনপ্রিয় গণেশ পুজোর কথা বলতে গেলে আগেই উঠে আসে লালবাউগচা রাজার নাম। মুম্বইয়ের সবথেকে আইকনিক গণেশ পুজো প্যান্ডেলগুলির এটি মধ্যে অন্যতম। এই পুজো প্যান্ডেলটি ‘লালবাগের রাজা’ নামেও পরিচিত। ১৯৩৪ স্থাপিত এই পূজো প্যান্ডেলটি বছরের পর বছর নিজের ঐতিহ্য ধরে রেখেছে। এই প্যান্ডেলের সাজসজ্জা এবং আলো বিশেষভাবে আকর্ষণ করে দর্শনার্থীদের।
Siddhivinayak Temple Pandal, Mumbai: গণেশ চতুর্থীর কথা বলা হবে আর সিদ্ধির বিনায়ক মন্দিরের কথা বলা হবে না তা তো হতে পারে না। আধ্যাত্মিক তাৎপর্যের জন্য পরিচিত এই মন্দিরের আচার অনুষ্ঠান এতটাই অনবদ্য যে দূর দূর থেকে মানুষ দেখতে আসেন এই পুজো। সাধারণ মানুষের পাশাপাশি নেতা-নেত্রী এবং তারকারাও সিদ্ধি বিনায়ক মন্দিরে আসেন দেবতার দর্শন করার জন্য।
Dagdusheth Halwai Ganpati, Pune: পুনের দাগডুশেঠ হালওয়াই গণপতি মহারাষ্ট্রের সবথেকে বিখ্যাত গণেশ পুজো গুলির মধ্যে অন্যতম। প্রতিবছর হাজার হাজার ভক্ত এই পুজো প্যান্ডেল দর্শন করার জন্য ভিড় করেন। এই পুজো প্যান্ডেলে গণেশের মূর্তি তৈরি হয় সোনা দিয়ে এবং বিভিন্ন বহু মূল্যবান অলংকার দিয়ে সাজানো হয় গণেশের মূর্তিকে। বিভিন্ন দাতব্য কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো প্যান্ডেলে অনুষ্ঠিত হয় গণেশ পূজো।
আরও পড়ুন: Mir Afsar Ali: কিছু মানুষের শিক্ষা হওয়া দরকার’…শিক্ষক দিবসে কাদের নিশানা করলেন মীর?