LPG Cylinder: সামনেই পুজো! এরপর একে একে উৎসবের মেলা বসতে চলেছে। লোক জন আনন্দ হই হুল্লোড় সব মিলিয়ে সকলেই তাঁর প্ল্যান সাজাতে প্রস্তুত। শহরে অনলাইন খাবার পাওয়ার অনেক অপশন থাকলেও গ্রামের ক্ষেত্রে সেই সুযোগ প্রায় নেই। এর মধ্যে অনেক শহরের মানুষও আছেন যাঁরা বাইরের খাবার খেতে ভালোবাসেন না। তাই তাঁদের এক এবং অন্যতম পছন্দ বাড়িতে বানানো খাবারই।
এর জন্য উৎসবের আগেই সমস্ত কাঁচামাল গুছিয়ে নেওয়ার পালা। এর মধ্যেই পড়ে গ্যাস সিলিন্ডার। প্রায় দামে ওঠা কমা হতে থাকে LPG গ্যাসের সিলিন্ডারে। তবে পুজোর আগেই ভালো খবর শোনা গেলো। মাত্র ৪৯৯ টাকার বিনিময়ে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার। বাংলার গ্রাম বাংলা থেকে উনানের চল প্রায় উঠে গিয়েছে। শহর থেকে গ্রামে এখন পৌঁছে গেছে গ্যাস সিলিন্ডারের পরিষেবা। তবে বর্তমানে একটি গ্যাস সিলিন্ডারের বাজার মূল্য পড়ে প্রায় ৮২৯ টাকা। যা কিছু শ্রেণীর মানুষের জন্য অনেকটাই বেশি হয়ে ওঠে।
যাদের গ্যাস কম ব্যবহার হয় বা সামর্থ্য নেই তাদের জন্য LPG সিলেন্ডার ব্যবহার করে রান্নায় সমস্যা দেখা যায়। তাদের জন্যই আজ আমরা বলব কম্পোসাইট সিলিন্ডারের কথা। যেখানে মাত্র ৪৯৯ টাকাতেই পাবেন সিলিন্ডার। অর্থাৎ এটি মূলত গোবর গ্যাস এর সিলিন্ডার। এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম কমেছিল অনেক দিন আগে তারপর থেকে দামের গ্রাফ ক্রমশ ঊর্ধ মুখী।
একটি কম্পসাইট সিলিন্ডারের দাম ৪৯৯ টাকা যা সাধারণ সিলিন্ডারের চেয়ে প্রায় ৩৫০ টাকা কম। তবে এতে গ্যাস থাকে ১০ কেজি যা সাধারণ সিলিন্ডারের চেয়ে অনেকটাই কম। তবে এর মূল্য কম হওয়ার দরুন স্বল্প ব্যবহার হয় এমন পরিবার গুলির জন্য যথেষ্ঠ সুবিধার। তবে এই সিলিন্ডার সব জায়গায় পাওয়া যায়না। কিছু কিছু শহরে এর পরিষেবা পাওয়া যায়। তবে ভবিষ্যতে শহর থেকে গ্রামে এই সুবিধা পাওয়া যাবে বলে আশা করা যায়। এখনও পর্যন্ত শুধু ইন্ডেন কোম্পানি এই গ্যাস সিলিন্ডার সাপ্লাই করে থাকে।
আরও পড়ুন: Fixed Deposit: SBI, ICICI এখন অতীত, ভারতের এই পাঁচটি ব্যাঙ্ক FD তে দিচ্ছে ৯% সুদ