BSNL SIM Card: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL তাদের 4G পরিষেবা প্রদান শুরু করেছে। তবে শুধুমাত্র 4G-তেই নিজেদের সীমাবদ্ধ করে রাখতে চাইছে না এই সংস্থা। জুলাইয়ের শুরুতেই দেশের নামিদামি টেলিকম সংস্থা যেমন জিও, এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকাংশে বর্ধিত করেছে। যার ফলে সস্তার প্ল্যান খুঁজতে সাধারণ মধ্যবিত্ত গ্রাহকরা অনেকেই BSNL-এ নিজেদের নম্বর পোর্ট করিয়েছে। এমতাবস্থায় বহু মানুষকে BSNL- এর সিম নিতে লম্বা লাইন দিতে হচ্ছে। কিন্তু জানেন কি ঘরে বসে খুব সহজেই আপনি পেয়ে BSNL-এর সিম পেয়ে যেতে পারেন। আজকের প্রতিবেদনে জানুন কীভাবে তা সম্ভব?
কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন আগামী অক্টোবর মাসের মধ্যে সারা দেশব্যাপী ৮০ হাজার বিএসএনএলের টাওয়ার বসানো হবে। আর ২০২৫ সালের মধ্যে বাকি আরও ২১ হাজার টাওয়ার বসানো সম্পন্ন হবে। অর্থাৎ আগামী বছরের মধ্যে দেশব্যাপী BSNL- এর ১ লাখ টাওয়ার বসবে। জানা গিয়েছে, এই 4G টাওয়ারগুলিকেই পরে 5G টাওয়ারে স্থানান্তর করা হবে।ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে।
জেনে নিন, কীভাবে ঘরে বসে BSNL সিমকার্ড পাবেন?
অন্যান্য টেলিকম অপারেটর সংস্থার মতো BSNL- এও সিমকার্ড ডেলিভারি শুরু করেছে। এর জন্য প্রুন নামক একটি সংস্থার সঙ্গে পার্টনারশিপ করেছে বিএসএনএল। এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে অথবা সংস্থার ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য দিয়ে ঘরে বসে খুব সহজেই বিএসএনএলের সিম পেয়ে যেতে পারেন যে কোনো ব্যক্তি। সংস্থার দাবি, গ্রাহকরা এখানে সিম বুক করলে মাত্র ৯০ মিনিটের মধ্যে সিম পেয়ে যাবেন।
জেনে নিন, সিম নেওয়ার পদ্ধতি:
- প্রথমে prune.co.in ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর সিম কার্ড কেনার বিকল্পটি বেছে নিয়ে দেশ হিসেবে ভারতকে বেছে নিতে হবে।
- অপারেটর হিসেবে বিএসএনএল এবং এর প্ল্যান বেছে নিতে হবে।
- এরপর নিজের মোবাইল নম্বর দিতে হবে। নম্বরে আসা ওটিপি গেলে বসিয়ে সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- এরপর নিজের ঠিকানা লিখে পেমেন্ট করার ৯০ মিনিটের মধ্যে ঘরে সিমকার্ড চলে আসবে এবং ঘরেই কেওয়াইসি করা হবে।
- তবে এই সুবিধে এখন কেবলমাত্র পাওয়া হরিয়ানার গুরগাঁও এবং উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পাওয়া যাবে। তবে কিছুদিন পর দেশের বাকি অংশেও এই সুবিধা মিলবে।
আরও পড়ুন: Jai Hind: সুপ্রভাতের পরিবর্তে পড়ুয়াদের বলতে হবে ‘জয় হিন্দ’! নতুন নির্দেশিকা জারি রাজ্যে সরকারের!