Gmail Account: আমাদের প্রত্যেকের জিমেইল একাউন্টে প্রতিদিন বেশ কিছু অবাঞ্ছিত মেল এসে থাকে। যেগুলো জিমেলে শুধু শুধু জমা হয়ে থাকে। আর আমাদের জিমেইল এর জায়গা দখল করে নেয়। আর এই স্টোরেজ ফুল হয়ে যাবার কারণে অনেকেই সমস্যার মুখে পড়েন।
এবারে সকলকে এই সমস্যার থেকে উদ্ধার করতে নতুন উপায় নিয়ে এলো google। এবার একটামাত্র ক্লিকেই সমস্ত অকেজ মেল ডিলিট হয়ে যাবে আপনার। নিশ্চয়ই ভাবছেন কিভাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে গুগলের এই উপায় অবলম্বন করে একটা ক্লিকেই আপনি আপনার জিমেইল থেকে সমস্ত অবাঞ্ছিত মেল সরিয়ে ফেলতে পারবেন।
আরও পড়ুন: AC Machine: ঘরে AC আছে! এই সমস্যা নজরে পড়লে আজই সাবধান হয়ে যান; নচেৎ পড়তে হবে চরম বিপদে
প্রথমে আপনাদের ওয়েব ব্রাউজারে জিমেল অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে, তারপর ইনবক্সের উপরের দিকে রিফ্রেশ বাটনের বাঁদিকে থাকা সেটিংসে ক্লিক করতে হবে। এরপর অল সেটিংসে গিয়ে লেভেল অপশনে ক্লিক করুন। এবার বিভিন্ন ক্যাটাগরিস আসবে আপনার সামনে। সোশ্যাল, আপডেটস, প্রমোশনস।
যে ক্যাটগরির মেলগুলি অপ্রয়োজনীয় সেগুলি একেবারে সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলেই সব অপ্রয়োজনীয় মেল ডিলিট হয়ে যাবে। এভাবেই খুব সহজে আপনার ফোনের স্পেস ক্লিয়ার হয়ে যাবে। আর অকারণে আপনার স্টোরেজের সমস্যায় পড়তে হবে না।
আরও পড়ুন: Mamata Banerjee: ভোটের আবহেই লক্ষ্মীর ভান্ডারের নিয়মে বড়সর রদবদল! বড়সর ঘোষণা মুখ্যমন্ত্রীর