লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Gold Price: সোনার দামে অবিশ্বাস্য পরিবর্তন! জানুন রবিবারের বাজারমূল্য

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Gold Price: শুধুমাত্র বিয়ের জন্য নয়, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য নিরাপত্তার অন্য নাম সোনা। সাধারণ মানুষের মনে ভরসা যোগায় সোনা। তাই অনেকেই ভবিষ্যতের সঞ্চয়ের জন্য সোনা কিনে রাখেন। এদিকে বাজেট পেশ হতেই সোনার দাম অনেকটাই কমতে থাকে। সোনা শুধুমাত্র গয়না তৈরির জন্য নয় বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম হাতিয়ার। সোনার দাম যখন তখন বেড়ে যেতে পারে বিশ্ব বাজারের উপর নির্ভর করে সোনার দাম। কখনো বেড়ে যায় কখনো কমে যায়। রবিবার ছুটির দিন কেমন চলছে সোনার দাম।

২৪ ক্যারেট (Gold Price):

গতকাল অর্থাৎ শনিবার ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬৯০০ টাকা। রবিবার একই রয়েছে সোনার দাম। অন্যদিকে সোমবার ২৪ ক্যারেট সোনার দাম ৬৯১৬ টাকা। মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৮৯৫ টাকা। বুধবার সোনার দাম হয়েছিল ৬৯৮২ টাকা। বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দাম ছিল গ্রামে ৭০৩৬ টাকা! শনিবার ১ গ্রাম সোনার দাম ৭০৫৮ টাকা! তবে রবিবার সোনার দামে কোনরকম পরিবর্তন হয়নি।

২২ ক্যারেট:

অন্যদিকে গয়না সোনার দাম শনিবার ছিল ৬৩২৫ টাকা। সোমবার গ্রাম প্রতি সোনার দাম ৬৩৪০ টাকা। বুধবার গহনা সোনার দাম ছিল ৬৪০০ টাকা।। বৃহস্পতিবার এক গ্রাম সোনার দাম বেরে হয় ৬৪৫০ টাকা। শুক্রবার অপরিবর্তিত থাকে দাম অন্যদিকে শনিবার সোনার দাম হয় ৬৪৭০ টাকা। রবিবার ২২ ক্যারেট সোনার দামে হয়নি কোনো পরিবর্তন।

১৮ ক্যারেট:

অন্যদিকে ১৮ ক্যারেট সোনার দাম শনিবার ছিল কেজি প্রতি ৫ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা! সোমবার ৫ লক্ষ ১৮ হাজার ৮০০ টাকা, বুধবার ৫ লক্ষ ২৩ হাজার ৭০০ টাকা, শুক্রবার সোনার দাম ছিল কেজি প্রতি ৫ লক্ষ ৩০ হাজার দুশো টাকা, শনি এবং রবিবার কোনরকম বদল আসেনি সোনার দামে।

WhatsApp Group Join Now
রুপো:

শনিবার প্রতি গ্রাম রুপোর দাম ছিল ৮৪.৪০ টাকা! রবিবার রুপোর কেজিতে কোনরকম পরিবর্তন হয়নি। সোমবার রুপোর দাম বেড়ে হয় ৮৫ হাজার টাকা। মঙ্গলবার রুপোর দাম ৮৪ হাজার ৫০০ টাকা। বুধবার দিন রুপোর দান ছিল কেজিপ্রতি ৮৬ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবার রুপোর দাম ছিল ৮৭১০০ টাকা। এবং শুক্রবার রুপোর দাম ছিল কেজিপ্রতি ৮৬ হাজার ৫০০ টাকা। রবিবারেও রুপোর দামে আসেনি কোনরকম হেরফের।

আরও পড়ুন: Liquor Price: চলতি মাসেই বাড়তে চলেছে মদের দাম! মদপ্রেমী দের জন্য খারাপ খবর! ৭৫০ -র বোতল মিলবে কত টাকায়?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।