Gold Price: অলঙ্কার হিসাবেই হোক বা বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান দিন পর্যন্ত সকলের কাছে এই হলুদ ধাতু মূল্যবান হিসাবে বিবেচিত হয়। সকলেই নিজের সামর্থ্য অনুযায়ী সোনা কিনে থাকেন। বৈশাখ মাস পড়ার পর থেকে সোনার দাম ক্রমশ বাড়তে থাকলেও বিগত কয়েকদিন সোনার দাম ছিল নিম্নমুখী। দেশীয় বা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সোনার দাম ওঠানামা করতে থাকে। সেই কারণে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই নজর রাখেন সোনার দামের উপরে। সোনার দাম বাড়লে যেমন মাথায় হাত পড়ে ব্যবসায়ীদের তেমনই দাম কমলেও হাসি ফোটে সাধারণ মানুষের মুখে। আজ লক্ষীবারে সোনার দাম কত দেখে নেওয়া যাক –
Gold Price On 18th May:
আজ সকাল সাতটা অনুযায়ী, ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম রয়েছে ৭৩,৭৪০ টাকা।
আজ সকাল সাতটা অনুযায়ী, ২২ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৬৭,৫৯০ টাকা।
আজ সোনার দামের সঙ্গে পল্লা দিয়ে বেড়েছে রুপোর দাম। আজ রাজধানীতে রুপোর দাম কত দেখে নেওয়া যাক:
আজ রাজধানী কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম রয়েছে ৮৯,০০০ টাকা।