Gold Price Today: সঞ্চয় বা বিনিয়োগের ক্ষেত্রে আজও সোনা মূল্যবান ধাতু হিসাবে বিবেচিত হয়। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলের কাছে আজও এই হলুদ ধাতুর চাহিদা বর্তমান। তাই সর্বদা সোনা কিনতে না পারলেও সোনার দামের উপর কড়া নজর রাখেন ব্যবসায়ী মহল থেকে শুরু করে আমজনতা। সোনার দাম বাড়লে যেমন চিন্তার ভাঁজ পড়ে কপালে তেমনই দাম সামান্য কমলেও হাসি ফোটে সকলের মুখে। দেশীয় বা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে প্রতিদিনই হলুদ ধাতুর দাম ওঠানামা করতে থাকে। আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে সোনার দাম (Gold Price) কত দেখে নেওয়া যাক-
Gold Price Today:
আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল সাতটা অনুযায়ী ২৪ ক্যারেট পাকা সোনার ১০ বাটের দাম রয়েছে ৭১,৯৫০ টাকা। গতকালের তুলনায় আজ সোনার দাম ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
আজ রাজধানীতে সকাল সাতটা অনুযায়ী ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম রয়েছে ৭২,১০০ টাকা। আজ খুচরো পাকা সোনার দামের কোনো পরিবর্তন হয়নি।
আজ সোমবার সকাল ৭ টা অনুযায়ী ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮,৫৫০ টাকা। আজ হলমার্ক সোনার দামের কোনো পরিবর্তন হয়নি।
আজ সোনার দাম সামান্য বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। আজ রাজধানীতে রুপোর দাম কত দেখে নেওয়া যাক:
আজ রাজধানী কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম রয়েছে ৮৫,১০০ টাকা। আজ গতকালের তুলনায় খুচরো রুপোর দামে কোনো পরিবর্তন হয়নি।
আজ ১ কেজি রুপোর বাটের দাম রয়েছে ৮৫,০০০ টাকা। আজ গতকালের তুলনায় রুপোর বাটের দামের কোনো পরিবর্তন হয়নি।
আরও পড়ুন: Bank Holidays: সেপ্টেম্বরে একটানা ১৫দিন ছুটি থাকবে ব্যাঙ্ক; রইল RBI প্রকাশিত ছুটির তালিকা