Gold Rate: শখেই হোক বা বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেক মানুষের কাছেই সোনা একটি মূল্যবান ধাতু হিসাবে বিবেচিত হয়। নিজের সামর্থ্য অনুযায়ী সোনা কিনে থাকেন প্রায় প্রতিটি মানুষ। প্রতিদিনই দেশীয় বা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সোনার দাম ওঠানামা করতে থাকে। তাই ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই সোনার দামের উপরে নজর রাখেন। আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে সোনার দাম (Gold Rate) কত দেখে নেওয়া যাক –
Gold Rate In Kolkata:
আজ সোমবার সকাল সাতটা অনুযায়ী, ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম রয়েছে ৭৩,৩০০ টাকা। আজ ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দামের কোনো পরিবর্তন হয়নি।
আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল সাতটা অনুযায়ী, ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৭৩,৬৫০ টাকা। আজ ২৪ ক্যারেট খুচরো সোনার দামও (Gold Rate) অপরিবর্তনীয় রয়েছে।
আজ সোমবারে ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০,০৫০ টাকা। আজ ২২ ক্যারেট হলমার্ক সোনার দামেও কোনো পরিবর্তন হয়নি।
আজ সোনার সঙ্গে রুপোর দামেও কী পরিবর্তন হয়েছে দেখে নেওয়া যাক:
আজ রাজধানী কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম রয়েছে ৮৩,৯০০ টাকা। আজ রাজধানীতে খুচরো রুপোর দামের কোনো পরিবর্তন হয়নি।
আজ ১ কেজি রুপোর বাটের দাম রয়েছে ৮৩,৮০০ টাকা । গতকালের তুলনায় আজ রুপোর বাটের দামের কোনো পরিবর্তন হয়নি।