Gold Price Today: আমাদের ভারতবর্ষে সারা বছরই সোনা, রুপা ইত্যাদি বিক্রি হয়ে থাকে। ক্রেতারা সারা বছরই সোনা, রুপা দুই রকমের ধাতুই কিনে থাকে। যে কোন শুভ কাজেই এই দুই ধাতু উপহার দেওয়া ভীষণই শুভ লক্ষণ বলে মানা হয় আমাদের দেশে। যার কারণে প্রতিদিনই ক্রেতাদের এই দুই ধাতুর দামের দিকে নজর দিতে হয়। যেদিন একটু দাম কম থাকে সেদিনই প্রত্যেকে সোনা এবং রুপা কিনতে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের বাজারে সোনা রুপার দাম কেরকম রয়েছে।
সোনা এবং রুপা হলো এমন দুটি ধাতু যা কেনার পেছনে লাভ রয়েছে ক্ষতি নেই। তাই মধ্যবিত্ত পরিবারের অনেকেই ব্যাংকে টাকা জমানার মতো অল্প অল্প টাকা জমিয়ে সোনা কিনে রাখেন। যাতে ভবিষ্যতে সেই সোনা কাজে আসতে পারে। তবে বর্তমানে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে দিনে দিনে সোনা কেনা সত্যি দায় হয়ে উঠেছে। বিগত কয়েকদিন ধরে সোনার দাম কখনো অনেকটা বেড়েছে, কখনো আবার এক ধাক্কায় কমে গিয়েছে। আজ বৃহস্পতিবার বাজারে কি মূল্য রয়েছে সোনা রুপোর?
বৃহস্পতিবার সোনার দাম:
মঙ্গলবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে রয়েছে ৭,৩০৩ টাকা এবং কেজি প্রতি সোনার দাম রয়েছে ৭,৩০,৩০০ টাকা। বুধে ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,৩২৫ টাকা। কেজি প্রতি দাম রয়েছে ৭,৩২,৫০০ টাকা। বৃহস্পতিবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,৩২৬ টাকা। ১ কেজি সোনার দাম রয়েছে ৭,৩২,৬০০ টাকা। মঙ্গলবার গ্রাম প্রতি ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৬,৬৯৪ টাকা। ১ কেজি সোনার দাম এদিন রয়েছে ৬,৬৯,৪০০ টাকা।
বুধবার ১ কেজি ২২ক্যারাট সোনার দাম থাকছে ,৬,৭১,৫০০ টাকা। বৃহস্পতিবার গ্রাম প্রতি ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৬,৭১৬ টাকা এবং ১ কেজি ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৬,৭১,৬০০ টাকা। ১ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম মঙ্গলবার রয়েছে ৫,৪৭৭ টাকা। বুধবারে ১৮ ক্যারাট কেজিপ্রতি সোনার দাম রয়েছে ৫,৪৯,৪০০ টাকা। বৃহস্পতিবার ১ কেজি ১৮ ক্যারাট সোনার দাম রয়েছে ৫,৪৯,৫০০ টাকা।
বৃহস্পতিবার রুপোর দাম:
মঙ্গলবার ১ কেজি রূপোর দাম রয়েছে ৮৮,৫০০ টাকা। বুধবার রুপোর দামে কোনো পরিবর্তন আসেনি। বৃহস্পতিবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৮,৪০০ টাকা।
আরও পড়ুন: Kolkata Metro: দুর্গাপুজোর আগে বড় ঘোষণা! রবিবারও গঙ্গার নিচে ছুটবে মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?