চলতি দিনে বাজারে (Market) জিনিসপত্রের দাম শুনলেই কপালে ভাঁজ পড়ে সাধারণ মানুষের। একটার পর একটা দাম বাড়ার ধাক্কায় হিমশিম খেতে হয় মধ্যবিত্ত পরিবারগুলিকে। কোথাও গ্যাসের (Gas Price) দাম তো কোথাও সবজির (Vegetable Price) ঝাঁজ, রীতিমতো বেঁচে থাকাটাই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে এরই মাঝে স্বস্তির হাওয়া বইল সোনা-রূপোর (Gold-Silver) বাজারে।
সোনার দামে (Gold Price) বদল, আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ
বরাবরই বিয়ে-শাদি হোক বা কোনও শুভ কাজ, সোনার (Gold) জিনিস থাকতেই হবে। কিন্তু গত কয়েক মাস ধরে সোনার (Gold Rate) দাম দেখে অনেকেরই হাত গুটিয়ে নিতে হয়েছে। রূপোর (Silver Price) ক্ষেত্রেও একই ছবি। তবে হঠাৎ করেই এই দাম পতনে ফের একবার আশা দেখতে শুরু করেছেন সাধারণ মানুষ। এতদিন ধরে যে দাম ছিল আকাশছোঁয়া, এখন তা অনেকটাই সাধারণের নাগালের মধ্যে।
Read More: Gold
দেশের বিভিন্ন শহরে সোনার দামে (Gold Price) বড় পতন
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের (International Market) টানাপোড়েন, মার্কিন যুক্তরাষ্ট্রের (US Market) সুদের হার বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের (Investors) মুনাফা তোলার প্রবণতার কারণেই সোনার (Gold Price Today) এবং রূপোর (Silver Price Today) এই দরপতন। আজ শনিবার ২৪ ক্যারেট (24 Carat Gold) সোনার প্রতি ১০ গ্রাম দাম ৯০,৮১০/- টাকা, যা আগের থেকে ১০৪০/- টাকা কম। অন্যদিকে ২২ ক্যারেট (22 Carat Gold) সোনার দাম ১০ গ্রাম ৮৩,২৫০/- টাকা।
রূপোর (Silver Price) দামেও ধস, সাধারণের মুখে হাসি
শুধু সোনাই নয়, রূপোর (Silver) দামেও বড় ধাক্কা। এক সপ্তাহের মধ্যে রূপোর প্রতি কেজিতে (Silver Rate Per KG) দাম কমেছে প্রায় ১০,০০০/- টাকা। বর্তমানে এক কেজি রূপোর দাম ৯৪,০০০/- টাকা। কোথাও কোথাও এই দাম নেমে এসেছে ৯০,০০০/- টাকায়ও। ইনদোরে (Indore Silver Price) তো প্রতি কেজিতে রূপোর দাম দাঁড়িয়েছে মাত্র ৯০,০০০/- টাকা।
বিনিয়োগের (Investment) সেরা সময়, জানালেন বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞদের বক্তব্য, এই সময়টা (Right Time To Invest) সোনা-রূপো কেনার আদর্শ সময়। কারণ দাম পড়ার পর বিনিয়োগ (Gold-Silver Investment) করলে আগামী দিনে মুনাফা অর্জন করা সম্ভব। যদিও বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি (Market Situation) বুঝে তবেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। কারণ ভবিষ্যতে ফের এই দাম বাড়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |