Nadia: বাজারের দাম ঊর্ধ্বমুখী আগুন লেগেছে বাংলার বিভিন্ন বাজারে বাজারে। দিন কয়েক আগেই সোনার দামের মতন বৃদ্ধি পেয়েছিল আলুর দাম।যার ফলে কপালে চিন্তার ভাজ পড়েছিল মধ্যবিত্ত বাঙালির। নিম্ন মধ্যবিত্তদের পকেটে টান পড়েছিল এই আলুর দাম বাড়ায়। যদিও পরে সুফল বাংলা নামের একটি স্টল খুলে এই আলুর দামে রাস টানতে চেয়েছিল বাংলা। এবারে বাড়ি বাড়ি পৌঁছে যাবে সবজির গাড়ি।
সেখান থেকেই আলু পিয়াজসহ অন্যান্য সবজি কিনতে পারবেন। পাড়ায় পাড়ায় পৌছে যাবে গাড়ি। আলু পেঁয়াজ সহ নানান নিত্য প্রয়োজনীয় সবজির দাম হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে।। তবে এবার আর চিন্তা নেই সরকারের তরফ থেকে দাম নিয়ন্ত্রণ করবার জন্য টাস্ক ফোর্সের অভিযান চলছে নানান বাজারে।
শুরু হয়ে গিয়েছে সারপ্রাইজ ভিজিট। তবে অফিসাররা আসলে সবজির দাম কমালেও আবার তারা চলে যেতেই বেড়ে যাচ্ছে সবজির দাম। ন্যায্য মূল্যের সবজি বিক্রি শুরু হয়েছে এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে সুফল বাংলা নয় এবার নতুন স্টল বসতে চলেছে। ভ্রাম্যমান ন্যায্য মূল্যের দোকান চলবে বাংলায়।
চালু হলো নদীয়ায়:
নদীয়ার জেলাশাসক এস অরুন প্রসাদ এই ভ্রাম্যমান সবজির দোকানের উদ্বোধন করেন কৃষ্ণনগরের প্রশাসনিক ভবন থেকে। যেখানে আলু পাওয়া যাচ্ছে আঠাশ টাকা কেজি দরে পেঁয়াজ ৩৮ টাকা, এবং পটল কুড়ি টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। শুধু আলু পটল পেঁয়াজ নয় আরো বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে বাজারে।
বর্তমানে তিনটি গাড়ি চালু করা হয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বাড়ানো হবে। গোটা রাজ্য জুড়ে এই পরিষেবা বাস্তবায়িত করা হবে বলে জানা গিয়েছে। শুধু নদীয়া জেলা নয় রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এই ভ্রাম্যমান স্টলের উদ্বোধন করা হবে।