Government of West Bengal: হাতে গোনা আর কয়েকদিন তারপরই সর বাংলা জুড়ে নামবে উৎসবের আনন্দের ঢেউ। এরই মধ্যে একের পর এক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে কর্মীদের বর্তমান এবং ভবিষ্যত আর্থিক উন্নতির জন্য। এই আবহেই বদলে গেলো এই নিয়ম। কয়েকদিন আগেই প্রকাশিত একটি নির্দেশিকার মাধ্যমে এই বিষয়টি সবার সামনে আনা হয়েছে বলেই জানা যাচ্ছে। এক ধাক্কায় বদলে গেলো GPF এর সুদের হার গণনার নিয়ম।
তথ্য থেকে জানা যাচ্ছে সরকারি কর্মচারীদের চাকরি ছাড়ার সময় বা অবসর গ্রহণের সময় GPF বাবদ যে টাকা পায় এবার সেটার হিসেবে করার ক্ষেত্রেই আনা হয়েছে নিয়মের পরিবর্তন। অর্থ দপ্তরের দ্বারা প্রকাশ্যে আনা এই বিজ্ঞপ্তি ১লা জানুয়ারি থেকেই কার্যকর হবে বলেই জানিয়েছেন তাঁরা। একটি ন্যাশনাল নিউজ রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে।
জানা যাচ্ছে এই ফান্ডে যখন কর্মচারীদের চূড়ান্ত পেমেন্ট দেওয়া হবে তার আগের মাস অবধি সুদ গণনা হবে। এখানেই শেষ নয় যদি কোনো ক্ষেত্রে টাকা দিতে দেরি হয় তবে দেরি হওয়া ওই সময়ের হিসেবেও মিলবে টাকার পরিমাণের উপর নির্ধারিত সুদ।
সুদের হার নিয়ে একটি বিজ্ঞপ্তিতে কেন্দ্র সরকার ৭.১% সুদ দেওয়ার কথা বলেছিল। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাও এই একই হারে সুদ পাচ্ছেন। এবার এই নিয়মেরই বদল আনলো সরকার। গত ১১ই সেপ্টেম্বর অর্থ দপ্তর এই বিজ্ঞপ্তি সামনে আনেন। তবে এতে করে খুশি কর্মচারীরা।