Government Of West Bengal: চলতি বছরের লোকসভা ভোটে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে নানান ভাবে সমস্যার মুখে পড়তে হয়েছে। বিরোধী দলরা একের পর এক বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের দলকে পেছনে ফেলার চেষ্টা করেছে। তারই মধ্যে সবথেকে বড় হলো ভাতা প্রকল্প। এই ভাতা প্রকল্পকে ঘিরে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে তৃণমূলকে, এই ভাতা প্রকল্প নিয়ে বেশ জল ঘোলা হয়েছে।
যখন দুর্নীতিযুক্ত মামলা একের পর এক বেড়েই চলেছে, সেখানে ভাতা প্রকল্প যেন আরও বেশি করে নজরে পড়ছে। বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে একাধিক প্রকল্প চালু করেছে। তার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে অনেকগুলি যেমন কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, রূপশ্রী ইত্যাদি। এরই সাথে আরও একটি নতুন প্রকল্প যোগ হতে চলেছে (Government Of West Bengal)। আজ সেই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের।
কৃষকদের জন্য নতুন প্রকল্প:
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে রাজ্যের প্রায় ৩০ লক্ষেরও বেশি কৃষকদের অর্থ ও বীমা দিয়ে সহায়তা করে রাজ্য সরকার। তার জন্য বছরে ৪০০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেবে সরকার। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন বা আপনার নাম যদি ২০২৪ এর তালিকায় অন্তর্ভুক্ত থাকে তাহলে আপনি এই প্রকল্পে আওতায় থাকতে পারবেন। আর এই প্রকল্পের সমস্ত সুযোগ-সুবিধা পাবেন। আপনার এলাকার কাছে যে কোন সরকারি অফিসে অথবা অনলাইনে এই ফর্মটি পাওয়া যাচ্ছে।
এই প্রকল্পের সুবিধা গুলি কি কি?
- ১. এই প্রকল্পে ২ লক্ষ টাকার জীবন বীমা পাওয়া যাবে।
- ২. যদি কোনো কৃষক ১৮-৬০ বছরের মধ্যে ঘটনাচক্রে মারা যান, তাহলে তাঁর পরিবার সেই টাকা পাবে।
- ৩. এক একর বা তার বেশি জমির মালিক চাষীরা দুই কিস্তিতে বছরে ১০ হাজার টাকার সাহায্য পাবেন।
- ৪. এক একরের কম জমির মালিক যে সমস্ত কৃষক তারা বছরে দুই কিস্তিতে ৪ হাজার টাকা পাবেন।
কিভাবে এই প্রকল্পে নিজের নাম তালিকাভুক্ত করবেন?
প্রথমে কৃষকবন্ধু ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে Beneficiary List এ ক্লিক করতে হবে। এবার একটি নতুন পেজ খুলতেই সেখানে খুঁজে নিতে হবে আবেদনকারীর জেলা, ব্লক এবং গ্রাম। এরপর ক্লিক করে নিতে হবে Submit অপশনে। এবার সেখানেই দেখা যাবে এলাকার সুবিধাভোগীদের তালিকা।