Government Scheme: এই দেশের সরকারের তরফ থেকে তো কত রকম যোজনায় চালু করা হয়েছে জনসাধারণের সুবিধার্থে। কেন্দ্র এবং রাজ্য সরকার প্রত্যেক সময় সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে নানান রকম প্রকল্প নিয়ে এসেছে। ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা প্রত্যেকের জন্যই লড়েছে নানান রকমের আলাদা আলাদা স্কিম।
তেমনি রিক্সা চালক থেকে শুরু করে কারখানার কারিগর প্রত্যেকে নানান রকম প্রকল্পের আওতায় রয়েছেন। সেরকমই একটি স্কিম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ। কৃষকেরা অন্নদাতা। যেই কৃষকেরা কোটি কোটি মানুষের মুখে দু’বেলা অন্ন তুলে দেন এদের তাদের সুবিধার্থে এক প্রকল্প চালু করেছে কেন্দ্র।
২০১৯ সালে এদেশের কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে সরকার। এই যোজনার মাধ্যমে কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয়ে থাকে। কয়েকটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রতি কিস্তিতে ২০০০ করে দেওয়া হয়।
তবে এই প্রকল্পের ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত আছে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে যেই কৃষক চাষ করছেন তার নামেই জমি থাকতে হবে। এই সুবিধা একই পরিবারে একজনই নিতে পারবেন। কৃষক করদাতা হলেও তিনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।