RG Kar Protest: আরজি কর কাণ্ডে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে। এরপর থেকেই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কড়া নিরাপত্তার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। হাসপাতালে সিকিউরিটি অফিসার নিয়োগ করা হবে রাজ্য সরকারের তরফে। অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক, এসপি, ডিএসপি পদমর্যাদার অফিসার ছাড়াও অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের নিয়োগ করা হবে। এদের সকলকেই নিরাপত্তা আধিকারিক হিসাবে নিয়োগ করতে চায় রাজ্য সরকার।
জানা গিয়েছে, আপাতত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। তবে বিষয়টি নিয়ে নবান্নে চিন্তা-ভাবনা করা হচ্ছে। আরজি কর-কাণ্ডে বারংবার অভিযোগের তির গিয়েছে পুলিশি গাফিলতির উপর। এর প্রেক্ষিতে নবান্নের তরফে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
যেখানে প্রতিটি জেলার অবসরপ্রাপ্ত এসপি-ডিএসপি ও অবসরপ্রাপ্ত সেনাদের তালিকা তৈরি করে নবান্নে প্রেরণ করতে বলা হয়েছে। এরপর তাদের কাছে জানতে চাওয়া হবে তাঁরা এই দায়িত্বভার নিতে চান কি না। মূলত, সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার।
উল্লেখ্য, সম্প্রতি আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। বর্তমানে এই ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়রকে। ইতিমধ্যে ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। নারকীয় এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ। মহিলা নিরাপত্তা নিয়েও উঠে এসেছে একাধিক প্রশ্ন।
এরপরই রাজ্য সরকার মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য বিশেষ কর্মসূচি চালু করে। যে সকল মহিলা নাইটশিফটে কাজ করেন, তাঁদের জন্য এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘রাত্তিরের সাথী।