West Bengal Students Scheme: রাজ্যের ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক নতুন প্রকল্প শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ছাত্রছাত্রীর সুবিধার্থে নানান রকম প্রকল্প, স্কলারশিপ চালু রয়েছে এই রাজ্যে। সেরকমই একটি প্রকল্প হল তরুণের স্বপ্ন প্রকল্প।
তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ছাত্র-ছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। বিগত ৩ বছর অর্থাৎ ২০২১ সাল থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ রাজ্য বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন দ্বাদশ শ্রেণীর সঙ্গে সঙ্গে এবার একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরও ট্যাব বা মোবাইল কেনার ১০ হাজার টাকা দেওয়া হবে।
তবে হঠাৎই বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসনিক কারণ দেখিয়ে তরুণ প্রকল্পের টাকা পাঠানো বন্ধ করে দিল পশ্চিমবঙ্গ সরকার। কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার, তরুণের স্বপ্ন সহ বেশ কিছু প্রকল্প পরিচালিত করে সরকার। এই প্রকল্প গুলিতে প্রতি মাসেই টাকা দেওয়া হয়, কিন্তু সরকারের এই সিদ্ধান্তে হঠাৎই বড় বদল এলো।
এবার সরকারের তরফে এই প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করা হল। এই তরুণের স্বপ্ন প্রকল্পটি মূলত স্কুল পড়ুয়াদের জন্য। আরজি কর কাণ্ডের আগুনে আচমকা একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মোবাইল, ট্যাব কেনার জন্য টাকা পাঠানো বন্ধ করল সরকার।
বেশ কিছু বছর ধরে তরুণের স্বপ্ন প্রকল্প পরিচালিত করে আসছে বাংলার সরকার। এই প্রকল্পের দরুন একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের মোবাইল ফোন এবং ট্যাবলেট কেনার জন্য ১০ হাজার টাকা করে পাঠায় সরকার। তবে এবার সেই টাকাই পাঠানো বন্ধ করে দেওয়া হলো বলে জানানো হয়েছে নবান্নে তরফে। আগামী ৫ ই সেপ্টেম্বর প্রত্যেক স্কুলের পড়ুয়াদের এই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু আচমকাই এই টাকা পাঠানো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: Pak Vs Ban Test: পাকিস্তানকে হারিয়ে ড্রেসিং রুমে গান গেয়ে অভিনবভাবে সেলিব্রেট করল বাংলাদেশ দল