Harshaali Malhotra CBSC Result: সালমান খান অভিনীত জনপ্রিয় হিন্দি ছবি বজরঙ্গী ভাইজান। সেই ছবিতে শিশু শিল্পী মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন হর্ষালি মালহোত্রা। কুড়িয়েছেন প্রচুর দর্শকের ভালোবাসা। গোটা ছবিতে কিছু না বলেই কেবল চোখ দিয়েই অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন তিনি। সেই চরিত্র দাগ কেটেছিল lসকলের মনে। ভারত- পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়েছিল এই ছবির মাধ্যমে। সাথে সাথে একটি ব্যবসা সফল সিনেমা ছিল এটি। অসাধারণ অনবদ্য অভিনয় করা মুন্নি কিন্তু এখন আর ছোটো নেই। যথেষ্ট বড় হয়েছে সে। এই বছরেই দিয়েছে বোর্ড এক্সাম। বেরিয়েছে তার ফলাফল, নিজেই সে কথা সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন এই খুদে অভিনেত্রী।
Harshaali Malhotra Shared Her 10th Grade Score:
হর্ষালি জানিয়েছেন ৮৩ শতাংশ নাম্বার পেয়েছেন তিনি দশম শ্রেণীর ফলাফলে। ফলাফল জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে তাকে একটি কালো ফ্লোরাল ওয়ানে দেখা গিয়েছে। সেখানে আনন্দের সঙ্গে কেক কাটার সাথে সাথে একের পর এক ট্রোল ভরা মেসেজ হাত দিয়ে ছড়াচ্ছেন তিনি। ভিডিয়োতে লেখা, ‘জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আমি সিবিএসসি-র ক্লাস টেনে ৮৩ শতাংশ নম্বর পেয়েছি।’ভিডিয়োটির ক্যাপশনে হর্ষালি লিখেছেন, ‘নিজের মুদ্রাগুলিকে সঠিক করা থেকে শুরু করে, লেখাপড়া মন দিয়ে করা।
View this post on Instagram
আমি আমার কত্থক ক্লাস, শ্যুট এবং পড়াশোনার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পেরেছি। আর ফলাফল? পেয়েছি ৮৩ শতাংশ নম্বর।’ আরও লিখে হর্ষালি বলেন, ‘কে বলে আপনি রিল আর রিয়েল লাইফের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে পারবেন না? যারা আমাকে বিশ্বাস করেছেন এবং তাদের অটল সমর্থন দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ’। ভিডিয়োর একদম শেষে হর্ষালি-র কাছ থেকে একটি বার্তাও ছিল, ‘আমাকে ঘৃণা করে যারা তাঁদেরও ধন্যবাদ। কারণ… হা হা হা’।
আরও পড়ুন: Sreemoyee Chattoraj: সুইমিংপুলে জলকেলি শ্রীময়ীর! সুস্পষ্ট বক্ষবিভাজিকা! দেখা মিলল না কাঞ্চনের
মুসলমানর্ধমে নিজের নাচের ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন হর্ষালি। সেই কারণেই অনেক কটাক্ষের সম্মুখীনও হতে হয়েছে তাকে। তার অনুরাগীদের ভালো কমেন্টস এর সাথে সাথে অনেকেই তাকে খারাপ মন্তব্য করে থাকেন। সেইসব ট্রোল ভরা বার্তা নিজের এই ভিডিওতে হাইলাইট করেছেন হর্ষালি। তার মধ্যে ছিল, ‘এবার বোর্ড আছে, পড়াশোনা করো। রিল বানিয়ে পাশ করতে পারবে না। শুধু কত্থক ক্লাসে যাও, আর রিল বানাও’।
আরও পড়ুন: Subhashree Ganguly: ভাই বোন মেতে রয়েছে গল্পে! মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার শুভশ্রীর
আরেকটি বার্তা ছিল, ‘স্কুল যাও তো নাকি?’ এর পাশাপাশি হর্ষালির এই অসাধারণ ফলাফল নিয়ে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার অনুরাগীরা । একজন লিখলেন, ‘হর্ষালি রক, হেটার্সরা শক’। দ্বিতীয়জন লেখেন, ‘তুমি জন্ম থেকেই তারকা। আরও উন্নতি করো জীবনে।’ তৃতীয়জন লিখলেন, ‘অনেক শুভেচ্ছা মুন্নি’। চতুর্থজন লেখেন, ‘কাউকে কখনো অসম্মান কোরো না। নিজের লক্ষ্য স্থির রাখলেই চলবে।’ পঞ্চমজন লেখেন, ‘লোকের বাজে কথায় কান দিয়ে সময় নষ্ট করবে না। তার চেয়ে রিল বানানোও অনেক ভালো।’ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হর্ষালি।