Heart Attack এ রুখে দিন ছোট কিছু অভ্যাসে! UC Davis Health জানাচ্ছে হৃদরোগ ঠেকানোর ৮ সহজ উপায়!

Heart Attack Prevention Tips : আজকের ব্যস্ত জীবনে আমাদের অনেকেই সময়ের অভাবে খাওয়া-দাওয়া, ঘুম কিংবা শরীরচর্চার প্রতি মনোযোগ দিতে পারি না। সকালে নাশতা না করেই অফিস ছোটা, রাতে জাঙ্ক ফুড খাওয়া কিংবা একটানা বসে কাজ করার মতো অভ্যাসগুলো কিন্তু নিঃশব্দে ক্ষতি করে চলেছে আমাদের হৃদযন্ত্রের। অথচ হৃদরোগ (heart disease) কিন্তু ...

Updated on:

Heart Attack এ রুখে দিন ছোট কিছু অভ্যাসে! UC Davis Health জানাচ্ছে হৃদরোগ ঠেকানোর ৮ সহজ উপায়!

Heart Attack Prevention Tips : আজকের ব্যস্ত জীবনে আমাদের অনেকেই সময়ের অভাবে খাওয়া-দাওয়া, ঘুম কিংবা শরীরচর্চার প্রতি মনোযোগ দিতে পারি না। সকালে নাশতা না করেই অফিস ছোটা, রাতে জাঙ্ক ফুড খাওয়া কিংবা একটানা বসে কাজ করার মতো অভ্যাসগুলো কিন্তু নিঃশব্দে ক্ষতি করে চলেছে আমাদের হৃদযন্ত্রের। অথচ হৃদরোগ (heart disease) কিন্তু এমন এক সমস্যা, যা প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না, কিন্তু একবার ধরা পড়লে জীবনধারণই হয়ে পড়ে কঠিন।

হৃদরোগ মানেই শুধু বয়স্কদের সমস্যা নয় (Heart Attack in Young Adults)

একসময় হৃদরোগকে শুধুই প্রবীণদের সমস্যা হিসেবে দেখা হতো। কিন্তু এখনকার তরুণ প্রজন্মও এই রোগের শিকার হচ্ছেন নিয়মিত। কারণ একটাই—অস্বাস্থ্যকর জীবনযাত্রা (unhealthy lifestyle)। অবসাদ, ঘুমের ঘাটতি, অ্যালকোহল, ধূমপান, শরীরচর্চার অনীহা—এই সব মিলিয়ে শরীরে কোলেস্টেরল (cholesterol) বেড়ে গিয়ে হৃদরোগের আশঙ্কা বাড়ে। তাই সময় থাকতে সতর্ক না হলে পরিণতি হতে পারে ভয়াবহ।

Regular Checkups and Awareness for Heart Health
Regular Checkups and Awareness for Heart Health

নিয়মিত Heart চেকআপ ও সচেতনতা জরুরি (Regular Checkups and Awareness for Heart Health)

হৃদরোগ প্রতিরোধে (preventing heart disease) প্রথম ধাপ হলো নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়া। ইউসি ডেভিস হেলথ (UC Davis Health)–এর বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতি বছর একবার রক্তচাপ (blood pressure), কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা (blood sugar levels) পরীক্ষা করানো উচিত। এই পরীক্ষাগুলি হৃদরোগের সম্ভাবনা আগেভাগেই ধরতে সাহায্য করে। তবে চেকআপ করালেই হবে না, পাশাপাশি নিয়মিত শরীরচর্চা (physical activity) এবং সুষম আহারও অত্যন্ত জরুরি।

Read More: যন্ত্রণা কোমর ব্যথা বা বমি ভাব মানেই হতে পারে ‘কিডনি স্টোন’ (Kidney Stone), চিনে নিন লক্ষণগুলি!

কীভাবে কমাবেন হৃদরোগের ঝুঁকি? (Ways to Reduce Risk of Heart Attack )

সুস্থ হৃদয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানা অত্যন্ত প্রয়োজন। যেমন—

১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন (exercise)।

২. সবুজ শাকসবজি, ফলমূল, ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খান (heart-healthy diet)।

৩. ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন (avoid smoking and alcohol)।

৪. পর্যাপ্ত ঘুম (adequate sleep) নিশ্চিত করুন।

৫. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন (stress management)।

৬. ওজন নিয়ন্ত্রণে রাখুন (healthy weight)।

৭. রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পরীক্ষা করান।

৮. পরিবারে যদি হৃদরোগের ইতিহাস থাকে, তাহলে আরও বেশি সচেতন হন।

Read More: গ্রীষ্মে শুষ্ক চোখ প্রতিরোধের ৭টি উপায়, সতর্ক না হলে বিপদ

 একটু সচেতন হলেই বাঁচতে পারেন বড় বিপদ থেকে (Small Lifestyle Changes Can Prevent heart attack Big Problems)

আমরা প্রায়শই ভাবি, এখনই বা এত সাবধানতা কেন? কিন্তু বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক (heart attack) বা স্ট্রোক (stroke) অনেক সময় পূর্বাভাস ছাড়াই ঘটে যেতে পারে। তাই নিজেকে সুস্থ রাখতে ও পরিবারকে হাসিমুখে পাশে পেতে আজ থেকেই শুরু করুন নিজের যত্ন। হৃদযন্ত্র ঠিক রাখার মূল চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন অভ্যাসেই। ছোট ছোট পরিবর্তনই এনে দিতে পারে দীর্ঘমেয়াদী সুস্থতা।

actor vikram heart attack aryan khan heart attack babush monserrate heart attack cardiac arrest and heart attack cardiac arrest and heart attack difference cardiac arrest vs heart attack cyrus poonawalla heart attack deepesh bhan heart attack difference between gas pain and heart attack difference between heart attack and cardiac arrest difference between heart attack and heart failure director siddique heart attack dr gaurav gandhi heart attack early signs of heart attack early symptoms of heart attack emergency medicine for heart attack emergency tablets for heart attack first aid for heart attack gujarat garba dance heart attack gujarat garba heart attack heart attack heart attack 2 heart attack 2014 heart attack 3 heart attack aane ke lakshan heart attack causes heart attack definition heart attack gujarat heart attack images heart attack in gujarat garba heart attack in hindi heart attack kaise aata hai heart attack kaise hota hai heart attack ke lakshan heart attack ke lakshan in hindi heart attack lyrics heart attack meaning heart attack medicine heart attack movie heart attack naa songs heart attack news heart attack normal ecg heart attack pain heart attack prevention heart attack ram kit heart attack se bachne ke upay heart attack se kaise bache heart attack song heart attack songs download heart attack symptoms heart attack symptoms in hindi heart attack symptoms in tamil heart attack symptoms in telugu heart attack symptoms in women heart attack symptoms men heart attack tablet heart attack tablet name heart attack treatment heart attacks covid high troponin levels no heart attack how heart attack occurs how many beats per minute is a heart attack how to avoid heart attack how to get a heart attack how to prevent heart attack how to stop a heart attack in 30 seconds john abraham heart attack khushi mukherjee heart attack mi heart attack mild heart attack symptoms mini heart attack mini heart attack symptoms mohsin khan heart attack nandamuri taraka ratna heart attack pre heart attack symptoms female reasons for heart attack remo d souza heart attack remo dsouza heart attack remo heart attack ricky ponting heart attack siddharth shukla heart attack sidharth shukla heart attack signs of heart attack signs of heart attack in women silent heart attack silent heart attack symptoms silent heart attack symptoms in hindi sushmita sen heart attack hindi sushmita sen heart attack hospital sushmita sen heart attack video susmita sen heart attack symptoms before heart attack tamil actor vikram heart attack test for heart attack udit narayan jha heart attack what are the symptoms of a heart attack what is a heart attack what is heart attack why heart attack comes world cup final heart attack হৃদরোগ
WhatsApp Icon