Kolkata Weather: উৎসবের আর বাকি এক মাসেরও কম। কিন্তু এবারের উৎসবের রং যেন কিছুটা ফিকে হয়ে আছে। তিলোত্তমার বিচারের আশায় উৎসবের দিন গোনার বদলে এবার বিচারের দিন গুনছে বাংলা তথা রাজ্যবাসী। আজ দুদিন ধরে আকাশেরও মুখ ভার। শুক্রবার থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির শুরু। এরপর রাত থেকে শনিবার জুড়ে বৃষ্টির কমতি নেই। এই বিষয়ে আগে থেকেই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল আগেই। কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই বৃষ্টি থামবে কবে?
বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যেটি সরাসরি মায়ানমার এবং বাংলাদেশের উপর প্রভাব ফেললেও আঁচ আসছে বাংলার উপরেও। তবে জানা যাচ্ছে বর্তমানে ক্যানিং থেকে এই নিম্নচাপটি ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং আজ সন্ধ্যে পর্যন্ত উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে যার ফলে বৃষ্টি এখুনি থামার কোন আশঙ্কা নেই।
নিম্নচাপের কাছাকাছি অঞ্চলে অবস্থান করার জন্য দক্ষিণবঙ্গে আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সেখানে ইতিমধ্যেই বেড়েছে জলের স্তর। এভাবে চললে গঙ্গার জলরাশিও ষোলো ফুট পর্যন্ত বাড়তে পারে। এটি মধ্যেই নদী তীরবর্তী এলাকার বাড়ি গুলোতে জল ঢুকতে শুরু করেছে যার ফলে বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার লকগেট (Kolkata Weather)।
দেখে নিন আজ সারাদিনে কোথায় কতটা বৃষ্টি হলো :
গড়িয়া ৫৪ মিলিমিটার
পাটুলি ৪৭ মিলিমিটার
যোধপুর পার্ক ৪২ মিলিমিটার
ট্যাংরা ৩৯ মিলিমিটার
শিয়ালদা ৩৮ মিলিমিটার
উল্টোডাঙ্গা ৩৮ মিলিমিটার
তপসিয়া ৩৭ মিলিমিটার
পাগলাডাঙ্গা ৩৫ মিলিমিটার
কালীঘাট ৩২ মিলিমিটার
ধাপা ২৮ মিলিমিটার
বেহালা ২৬ মিলিমিটার
মোমিনপুর ২০ মিলিমিটার
চেতলা ১৮ মিলিমিটার
দত্ত বাগান ১৭ মিলিমিটার
জোকা ১৬ মিলিমিটার
মানিকতলা ১৪ মিলিমিটার
বালিগঞ্জ ১৩ মিলিমিটার
ঠনঠনিয়া ১২ মিলিমিটার