TET and D.El.Ed Exams : পরীক্ষার দিন আসলেই অভিভাবকদের চোখে-মুখে চিন্তা। প্রশ্ন ফাঁস, ভুয়ো প্রার্থী, কেন্দ্রের গাফিলতি—এমন নানা বিষয় ঘুরপাক খায় মনে। শুধু পরীক্ষার্থী নয়, দুশ্চিন্তা ভর করে বাড়ির সকলের ওপর। অতীতে নানা বিতর্ক, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কিংবা কেন্দ্রীয় অব্যবস্থা মানুষকে আরও ভীত করে তুলেছে। ফলে এবার ডিএলএড (Diploma in Elementary Education) কিংবা টেট (TET) পরীক্ষার খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে অনেকের।
আগের অভিজ্ঞতা থেকেই শিক্ষা (Security Issues in Past TET and D.El.Ed Exams)
গত কয়েক বছরে একাধিক রাজ্যে এবং রাজ্যের মধ্যেও বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ভুয়ো প্রার্থীর প্রবেশ এবং কেন্দ্রীয় নজরদারির অভাব নিয়ে বহু বিতর্ক হয়েছে। টেট বা ডিএলএড-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও এই অভিযোগ উঠেছে। তাই আগেভাগেই কঠোর পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। পরীক্ষাকে পুরোপুরি স্বচ্ছ রাখতে চাইছে তারা, যাতে ভবিষ্যতের শিক্ষক তৈরির এই প্রক্রিয়ায় কোনও কলঙ্ক না লাগে।
Read More: স্কুল পাশ করলেই মিলবে ৬ হাজার টাকা! ভোটের মুখে যুবসমাজের জন্য বড় ঘোষণা সরকারের!
আধুনিক প্রযুক্তির সাহায্যে নজিরবিহীন ব্যবস্থা (Use of Modern Technology in TET and D.El.Ed Exam Security)
চলতি বছরে ডিএলএড-এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং টেট পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখেই থাকছে বায়োমেট্রিক স্ক্যানার (Biometric Scanner)। মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সমস্ত কেন্দ্রে। পরীক্ষার্থীদের গতিবিধি নজরে রাখতে ব্যবহার হবে এআই নির্ভর সিসিটিভি ক্যামেরা (AI Surveillance Cameras)। এমনকি কোনও পরিদর্শক (invigilator) যদি নজরদারি না করে দীর্ঘক্ষণ বসে থাকেন, তবে সিস্টেম থেকে সরাসরি অ্যালার্ট চলে যাবে পর্ষদের কাছে।
পরিবহণেও বাড়ছে নজরদারি (GPS Tracking for TET and D.El.Ed Exam Question Papers and Answers)
পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহণে ব্যবহার করা হবে জিপিএস (GPS) প্রযুক্তি। সমস্ত গাড়ির গতিবিধি রিয়েল টাইমে ট্র্যাক করা যাবে। গাড়ির দরজা খোলা বা প্রশ্নপত্রের সিল খোলা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে পর্ষদের কাছে মেসেজ চলে যাবে। থাকছে সেশনাল ইনিশিয়েশন প্রোটোকল ফোন (Sessional Initiation Protocol Phone) যার মাধ্যমে নিরবিচারে যোগাযোগ রাখা যাবে। এসব ব্যবস্থার জন্য পর্ষদ ইতিমধ্যেই টেন্ডার (Tender) ডেকেছে। ১১ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে।
Read More: চিন-পাকিস্তান সম্পর্ক নিয়ে প্রশ্ন! অপারেশন সিঁদুর ইস্যুতে মুখ খুলল বেজিং!
স্বচ্ছ্বতা বজায় রাখতে এবার আরও আঁটোসাঁটো ব্যবস্থা (Final Security Measures for TET and D.El.Ed Exams)
পর্ষদ সভাপতি জানিয়েছেন, গত কয়েক বছর পরীক্ষাগুলি নির্বিঘ্নে সম্পন্ন হলেও এবছর আরও উন্নত প্রযুক্তি এবং লজিস্টিক (Logistics) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এবার পরীক্ষার সময়ই একাধিক সংবেদনশীল পরিস্থিতি রয়েছে রাজ্যে। তাই কোনও ঝুঁকি নিতে চায় না পর্ষদ। মূল লক্ষ্য হল পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করা। সূত্রের খবর, এই ধরনের কড়া পদক্ষেপে প্রশ্নফাঁস, ভুয়ো প্রার্থীর প্রবেশ কিংবা নজরদারির ঘাটতি কার্যত শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা পর্ষদের।
Read More: ২০২৫ সালে কবে কবে ছুটি? রইল পশ্চিমবঙ্গের সরকারি ছুটির ফুল লিস্ট!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |