Fixed Deposit: আমাদের দেশে ফিক্সড ডিপোজিট করতে হলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলির চেয়ে স্মল ফাইন্যান্স ব্যাংক গুলিতে সুদের হার বেশ খানিকটা বেশি হয়। তিন বছরের বিনিয়োগে প্রবীণ নাগরিক বা কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য লোভনীয় সুদের হার অফার করে থাকে। তবে স্মল ফাইন্যান্সের কিছু অনিশ্চয়তা থাকায় অনেকেই FD তে বিনিয়োগ করতে চাননা। কিন্তু অন্য সব ব্যাঙ্কের তুলনায় বেশি লাভদায়ক এই স্মল ফাইন্যান্স স্কিমটি।
এরকমই পাঁচটি সেরা স্মল ফাইন্যান্স এর নাম দেওয়া হলো যেখানে ফিক্সড ডিপোজিট এর মাধ্যমে মালামাল হয়ে যাবে গ্রাহক। এর মধ্যে North East Small Finance Bank, Suryoday Small Finance Bank, Utkarsh Small Finance Bank, Jana Small Finance Bank, এবং Unity Small Finance Bank এর তিন বছর সময়কালের FD তে কেমন সুদের হার মিলতে চলেছে দেখে নিন!
- ১) North East Small Finance Bank: সাধারণের জন্য ৯.০% প্রবীণ নাগরিকদের জন্য ৯.৫%
- ২) Suryoday Small Finance Bank: সাধারণের জন্য ৮.৬০% প্রবীণ নাগরিকদের জন্য ৯.১০%
- ৩)Utkarsh Small Finance Bank: সাধারণের জন্য ৮.৫০% প্রবীণ নাগরিকদের জন্য ৯.১০%
- ৪)Jana Small Finance Bank: সাধারণের জন্য ৮.২৫% প্রবীণ নাগরিকদের জন্য ৮.৭৫%
- ৫) Unity Small Finance Bank: সাধারণের জন্য ৭.৬৫% প্রবীণ নাগরিকদের জন্য ৮.১৫%
উপরোক্ত সব স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি নিয়ন্ত্রণ হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা। এইসব ব্যাংক গুলি ডুবে গেলে অন্য রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক গুলির মতো এক্ষেত্রে সরকার ৫ লক্ষ টাকার কভারেজ দেবে। যা বিনিয়োগকারীদের জীবন সহজ করবে (Fixed Deposit)।
আরও পড়ুন: ২১ বছর বয়স হলেই মেয়েরা পাবেন ৭১ লাখ! পোস্ট অফিসের এই স্কিমে বিশাল রিটার্ন, জেনে নিন বিস্তারিত