Hot Water Without Geyser: গিজার ছাড়াই গোটা শীতকাল মিলবে গরম জল! জানুন কীভাবে

Hot Water Without Geyser: চারিদিকে শীতের আমেজ। তাপমাত্রার পারদ নিম্নমুখী। প্রায় সকলেই শীতের পোশাক পরা শুরুও করে দিয়েছেন। তবে এই শীতকালে যাঁরা ভোরবেলা স্নান করেন বা দিনে একাধিকবার স্নান করেন তাদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি। কারণ অনেকের বাড়িতেই চটজলদি জল গরম করার জন্য গিজারের ব্যবস্থা থাকেনা। তাই কোনো উপায়ে শীতকালে ...

Published on:

Hot Water Without Geyser

Hot Water Without Geyser: চারিদিকে শীতের আমেজ। তাপমাত্রার পারদ নিম্নমুখী। প্রায় সকলেই শীতের পোশাক পরা শুরুও করে দিয়েছেন। তবে এই শীতকালে যাঁরা ভোরবেলা স্নান করেন বা দিনে একাধিকবার স্নান করেন তাদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি। কারণ অনেকের বাড়িতেই চটজলদি জল গরম করার জন্য গিজারের ব্যবস্থা থাকেনা। তাই কোনো উপায়ে শীতকালে জল গরম করে রাখলে মন্দ হয়না। তবে অনেকের মনেই প্রশ্ন আসছে শীতকালে গিজার ছাড়া জল গরম থাকবে কি করে? গরমকালে জল যাতে ঠান্ডা থাকে তার জন্য যেমন কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় তেমনই শীতকালেও জল গরম রাখা সম্ভব। আজকের প্রতিবেদনে জেনে নিন কি পদ্ধতি ব্যবহার করলে জল গরম রাখা সম্ভব।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ট্যাঙ্কের জল গরম রাখার কিছু পদ্ধতি:

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

থার্মোকল খুব ভালো ইনসুলেটরের কাজ করে। এটি সাধারণত বাইরের তাপমাত্রাকে ভিতরে প্রবেশ করতে দেয় না। তাই ট্যাঙ্কের চারপাশে থার্মোকল রাখলে বাইরের ঠান্ডা বাতাস ট্যাঙ্কের ভিতর প্রবেশে করতে পারবে না। যার কারণে ট্যাঙ্কের জল ঠান্ডা হবেনা। এই পদ্ধতি ব্যবহারের জন্য প্রসাধনীর দোকান থেকে ৫ মিমির কম পাতলা থার্মোকল কিনে সেটিকে ট্যাঙ্কের কাছে সঠিকভাবে সেট করে দিতে হবে। প্রয়োজনে ট্যাঙ্কের ঢাকনাও থার্মোকল দিয়ে ঢেকে দিতে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এছাড়া জল গরম রাখতে ট্যাঙ্কটিকে গাঢ় কোনো রং করে দিতে হবে। সাধারণত গাঢ় রঙ দ্রুত সূর্যের আলো শোষণ করতে পারে। তাই সূর্যের আলো ট্যাঙ্কে উপর পড়লে ট্যাঙ্কের জল দ্রুত গরম হবে।তাই ট্যাঙ্কের রঙ হালকা হলে শীতকালে অবশ্যই তা গাঢ় রঙের করে নেওয়া উচিত।

গরমকালে সকল মানুষ গরমের হাত থেকে রক্ষা পেতে যেমন ছায়াযুক্ত জায়গায় রাখেন ঠিক তেমনই জলের ট্যাঙ্কগুলিকে ছায়াযুক্ত জায়গায় রাখা হয় ঠান্ডা জলের জন্য। আবার শীতকালে জলের ট্যাঙ্কগুলি রোদে রাখা শুরু করে। এভাবেই শীতকালে গরম জল পাওয়া যায়।আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ট্যাঙ্কের অবস্থান পরিবর্তন করলেও গরম জল পাওয়া যাবে।

আরও পড়ুন: Ajker Rashifal 26 November: বজরংবলীর কৃপায় আজ এই ৬ রাশির ভাগ্য বদলে যাবে জানুন আজকের রাশিফল